আবারও দেশের জার্সি গায়ে রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আবারও দেশের জার্সি গায়ে রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো( cristiano ronaldo)। পর্তুগালের ( Portugal) জার্সি গায়ে ইউরোপীয় দেশগুলির ফুটবলারদের বিচারে সব থেকে বেশি ম্যাচ খেললেন সিআরসেভেন। শনিবার কাতারে বিরুদ্ধে নেমে পর্তুগালের হয়ে ১৮১তম ম্যাচ খেলে ফেললেন রোনাল্ডো। টপকে গেলেন স্পেনের সের্জিও রামোসকে। স্পেনের এই তারকা দেশের হয়ে ১৮০টি ম্যাচে খেলেছেন।

কয়েকদিন আগে দেশের জার্সি গায়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়ে ছিলেন রোনাল্ডো। ইরানের আলি দায়িকে টপকে গিয়েছেন তিনি। এই মুহূর্তে ১১২ গোল রয়েছে রোনাল্ডোর ঝুলিতে।

এদিকে কাতারে বিরুদ্ধে প্রীতি ম‍্যাচ খেলতে নেমে ৩-০ জিতেছে রোনাল্ডোর দেশ। নজির গড়ার দিনেও গোল করেছেন রোনাল্ডো নিজেও।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপে নতুন নিয়ম আনল আইসিসি

advt 19

 

 

Previous articleলখিমপুর হিংসাকে হিন্দু-শিখ লড়াই হিসেবে দেখানোর চেষ্টা ভয়ঙ্কর: ফের বিস্ফোরক বরুণ
Next articleহঠাৎই বদলে গেল নন্দীগ্রামের নাম! নতুন নাম ‘মমতাময়ী নগর’