Sunday, November 9, 2025

এক টুকরো গ্রামবাংলা: গাজিয়াবাদের পুজোয় এবার ফেলে আসা ভিটে-মাটি

Date:

Share post:

বাংলায় থাকা হোক বা প্রবাসে, শরতের আকাশে এক টুকরো মেঘ দেখলে বাঙালি মাত্রই মন উদাস হয়। মনে পড়ে পুজোর কথা। বাংলার বাইরে দেশের বিভিন্ন প্রান্তে দুর্গাপুজোর আয়োজন করা হয়। রাজধানীতে তো রীতিমতো থিমের পুজো হয় এখন। পিছিয়ে নেই গাজিয়াবাদও (Gajiyabad)। মেঘের ভেলা, কাশবন, আগমনীর সুরে দুর্গাপুজোয় চারটে দিন বাঙালি মন ঘুরে বেড়ায় ঢাকের আওয়াজ, কাশবন আর শরতের আকাশের মধ্যে এক টুকরো গ্রাম বাংলাকে হাজির করেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদের পুজো উদ্যোক্তারা। বৈশালী এলাকায় প্রবাসী বাঙালিদের হাত ধরে শুরু হওয়া পুজো এবার ১৬ বছরে পা দিল।

নানা কারণে বাংলা ছেড়ে বাইরে এলেও পুজোর ওই চারটে দিন বাঙালি মন ছটফট করে নিজের মাটির গন্ধ নেওয়ার জন্য। গাজিয়াবাদের বৈশালি সেক্টর ৩ রচনা পার্কে এবার তাই মাতৃ আরাধনা হচ্ছে সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে। বাংলা ছেড়ে ভিন রাজ্যে এসে বসবাস করলেও পরবর্তী প্রজন্মকে নিজের মাটির গন্ধ চেনানোর এ যেন এক আন্তরিক প্রয়াস। এই থিম তুলে আনতে দীর্ঘদিনের প্রচেষ্টায় পার্কে লাগানো হয়েছে নিম, খেজুর, তাল এবং কলাগাছ। বাঁশ দিয়ে তৈরি হয়েছে ছোট্ট কুঁড়েঘর। মাতৃ আরাধনার এক নৈসর্গিক ছবি ফুটিয়ে তুলতে চেয়েছেন উদ্যোক্তারা। প্রতিমা এসেছে নিউ দিল্লি কালীবাড়ি থেকে।

পুজোর অন্যতম উদ্যোক্তা ও কমিটির প্রেসিডেন্ট উত্তম সরকার জানালেন, করোনা বিধিকে মাথায় রেখেই এবারের পুজোর আয়োজন। প্যান্ডেলে ঢোকার মুখে থাকবে মাস্ক, স্যানিটাইজার, থার্মাল গান। পরিস্থিতির কথা মাথায় রেখে কাটছাঁট হয়েছে আয়োজনে, হবে না কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানও। পুজো কমিটির সম্পাদক কার্তিক দে জানালেন, উত্তরপ্রদেশ সরকার এবার পুজো মণ্ডপের আশপাশে কোনও খাবারের স্টল লাগানোর অনুমতি দেয়নি। তবে অন্যান্যবারের মত বিপুল সংখ্যক না হলেও এবারেও থাকছে দর্শনার্থীদের জন্য বাঙালি খাবারের আয়োজন।প্রথা মেনে হবে অঞ্জলিও। সুষ্ঠুভাবে পালন করা হবে পুজোর সমস্ত আচার-অনুষ্ঠান। তবে সবটাই সরকারি নির্দেশিকা মান্য করে।

advt 19

 

spot_img

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...