Sunday, January 11, 2026

এক টুকরো গ্রামবাংলা: গাজিয়াবাদের পুজোয় এবার ফেলে আসা ভিটে-মাটি

Date:

Share post:

বাংলায় থাকা হোক বা প্রবাসে, শরতের আকাশে এক টুকরো মেঘ দেখলে বাঙালি মাত্রই মন উদাস হয়। মনে পড়ে পুজোর কথা। বাংলার বাইরে দেশের বিভিন্ন প্রান্তে দুর্গাপুজোর আয়োজন করা হয়। রাজধানীতে তো রীতিমতো থিমের পুজো হয় এখন। পিছিয়ে নেই গাজিয়াবাদও (Gajiyabad)। মেঘের ভেলা, কাশবন, আগমনীর সুরে দুর্গাপুজোয় চারটে দিন বাঙালি মন ঘুরে বেড়ায় ঢাকের আওয়াজ, কাশবন আর শরতের আকাশের মধ্যে এক টুকরো গ্রাম বাংলাকে হাজির করেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদের পুজো উদ্যোক্তারা। বৈশালী এলাকায় প্রবাসী বাঙালিদের হাত ধরে শুরু হওয়া পুজো এবার ১৬ বছরে পা দিল।

নানা কারণে বাংলা ছেড়ে বাইরে এলেও পুজোর ওই চারটে দিন বাঙালি মন ছটফট করে নিজের মাটির গন্ধ নেওয়ার জন্য। গাজিয়াবাদের বৈশালি সেক্টর ৩ রচনা পার্কে এবার তাই মাতৃ আরাধনা হচ্ছে সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে। বাংলা ছেড়ে ভিন রাজ্যে এসে বসবাস করলেও পরবর্তী প্রজন্মকে নিজের মাটির গন্ধ চেনানোর এ যেন এক আন্তরিক প্রয়াস। এই থিম তুলে আনতে দীর্ঘদিনের প্রচেষ্টায় পার্কে লাগানো হয়েছে নিম, খেজুর, তাল এবং কলাগাছ। বাঁশ দিয়ে তৈরি হয়েছে ছোট্ট কুঁড়েঘর। মাতৃ আরাধনার এক নৈসর্গিক ছবি ফুটিয়ে তুলতে চেয়েছেন উদ্যোক্তারা। প্রতিমা এসেছে নিউ দিল্লি কালীবাড়ি থেকে।

পুজোর অন্যতম উদ্যোক্তা ও কমিটির প্রেসিডেন্ট উত্তম সরকার জানালেন, করোনা বিধিকে মাথায় রেখেই এবারের পুজোর আয়োজন। প্যান্ডেলে ঢোকার মুখে থাকবে মাস্ক, স্যানিটাইজার, থার্মাল গান। পরিস্থিতির কথা মাথায় রেখে কাটছাঁট হয়েছে আয়োজনে, হবে না কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানও। পুজো কমিটির সম্পাদক কার্তিক দে জানালেন, উত্তরপ্রদেশ সরকার এবার পুজো মণ্ডপের আশপাশে কোনও খাবারের স্টল লাগানোর অনুমতি দেয়নি। তবে অন্যান্যবারের মত বিপুল সংখ্যক না হলেও এবারেও থাকছে দর্শনার্থীদের জন্য বাঙালি খাবারের আয়োজন।প্রথা মেনে হবে অঞ্জলিও। সুষ্ঠুভাবে পালন করা হবে পুজোর সমস্ত আচার-অনুষ্ঠান। তবে সবটাই সরকারি নির্দেশিকা মান্য করে।

advt 19

 

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...