দক্ষিণ চিন সাগরে ঘূর্ণিঝড় কোম্পাসুর দাপট, বঙ্গোপসাগরেও প্রভাব পড়ার আশঙ্কা

নিম্নচাপ ও ঝড় ঝাপটা কাটিয়ে উৎসবে মাতোয়ারা দেশবাসী। এরই মাঝে ফের এক ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশংকা দেখা দিল। সম্প্রতি দক্ষিণ চিন সাগরে(South China sea) আঘাত হেনেছে ঘূর্ণিঝড় কোম্পাসু(cyclone compasu)। আর সেই ঝড়ের প্রভাব বঙ্গোপসাগরে(bay of Bengal) পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন:নবমীর সকালে রোদ উঠলেও যত বেলা গড়াবে বৃষ্টির সম্ভাবনা বাড়বে

জানা গিয়েছে, এই মুহূর্তে হংকং-এর দক্ষিণ-পূর্বে এবং ম্যানিলার উত্তর ও উত্তর-পশ্চিমে অবস্থান করছে কোম্পাসু। যদিও ঘন্টায় মাত্র ২০ কিমি বেগে পশ্চিম দিকে এগিয়ে চলেছে এই ঘূর্ণিঝড়। ঝড়টির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার। পরিস্থিতির গুরুত্ব বুঝে ইতিমধ্যেই হংকং এর সমস্ত স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। চিনে আঘাত হানার পরে কোম্পাসু টোনকিন উপসাগরে প্রবেশ করে আরও শক্তিশালী হবে বলে মনে করছেন আবহবিদরা। ধীরে-ধীরে তা আরও পশ্চিম দিকে অগ্রসর হবে। আবহাওয়াবিদদের অনুমান অগামী ১৫ অক্টোবর সকালে এই ঘূর্ণিঝড় উত্তর ভিয়েতনামে আছড়ে পড়বে।

advt 19

 

Previous articleফের বাড়ছে করোনা আতঙ্ক, সংক্রমণের শঙ্কায় বাতিল স্পেশাল ট্রেন 
Next articleশাস্তির মুখে পড়লেন দীনেশ কার্তিক