আলাপনকে খুনের হুমকি দিয়ে স্পিড পোস্টে চিঠি তাঁর স্ত্রীকে

খুনের হুমকি দিয়ে চিঠি রাজ্যের মুখ্য উপদেষ্টা তথা প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Benarjee)। মঙ্গলবার, স্পিড পোস্টে (Speed Post) ওই চিঠি পাঠানো হয়েছে আলাপনের স্ত্রী সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের নামে। ইংরেজিতে লেখা চিঠির বয়ান-

“আপনার স্বামী খুন হবেন। আপনার স্বামীকে কেউ বাঁচাতে পারবে না।”

আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের (Sonali Chakraborty Benarjee) লেখা ওই হুমকি চিঠিতে জনৈক গৌরহরি মিশ্রের স্বাক্ষর রয়েছে। নীচে লেখা: C/o মহুয়া ঘোষ। কেমিক্যাল টেকনোলজি বিভাগ, রাজাবাজার সায়ান্স কলেজ। চিঠির প্রতিলিপি রাজাবাজার সায়ান্স কলেজের সায়েন্স সেক্রেটারিকেও পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।

খাম-সহ চিঠিটি পুলিশের কাছে পাঠানো হয়েছে। চিঠির কথা জানানো হয়েছে রাজ্য সরকারকেও। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এদিকে, এদিনই CAT-এর নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আলাপন।

আরও পড়ুন- পাকিস্তানের জয় উদযাপন! কাশ্মীরি পড়ুয়াদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

 

 

Previous articleঅবশেষে সাংসদ পদে বাবুলের ইস্তফায় সিলমোহর দিলেন স্পিকার
Next articleস্বামীর ৪৭ লাখ টাকা নিয়ে অটোচালকের সঙ্গে পালালেন কোটিপতির স্ত্রী