রবিবার টি-২০ বিশ্বকাপ( t-20 world cup) নিউজিল্যান্ডের ( New Zealand )বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল ( India team)। তার আগে অনুশীলনে নেমে পড়লেন বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা। গত রবিবার টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারে বিরাট বাহিনী। সেই হারের জ্বালা কাটিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া বিরাট বাহিনী।

নিউজিল্যান্ড ম্যাচ ফোকাসডে রেখে দুবাইয়ে অনুশীলন নেমে পড়েন বিরাট কোহলির দল। অনুশীলনে এদিন ফাস্ট বোলার ওপর জোর দেওয়া হয়। সেই ছবি পোস্টও করে ভারতীয় ক্রিকেট বোর্ড। বুধবারের পর বৃহস্পতিবার অনুশীলনে নেটে বল করতে দেখা যায় হার্দিক পান্ডিয়াকে। কিউয়িদের বিরুদ্ধে মাঠে নামার আগে যা ভালো খবর ভারতীয় দলের জন্য। অনুশীলনের ফাঁকে দলের ফিজিয়োর সামনে কিছু ফিটনেস ড্রিল করছেন হার্দিক। যে কারণে ধরেই নেওয়া হচ্ছে, পরের ম্যাচে মাঠে নামতে পারবেন ভারতের এই অলরাউন্ডার।

■■■■■■■■■■■□□□ LOADING@hardikpandya7 | #TeamIndia | #T20WorldCup pic.twitter.com/hlwtrGDfNR
— BCCI (@BCCI) October 28, 2021
আরও পড়ুন:স্বার্থের সংঘাত এড়াতে এটিকে মোহনবাগান থেকে সরে দাঁড়াচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়
