ঘুষ-বিতর্কে সমীর ওয়াংখেড়ে, তদন্তে গঠন ৪ সদস্যের দল

sameer wankhede

ঘুষ-বিতর্কে (Bribery controversy) নাম জড়িয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর(NCB) তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede)। তাঁর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। ওই অভিযোগের তদন্ত শুরু করছে মুম্বই পুলিশ(Mumbai Police)। এজন্য চার সদস্যের একটি দলও তৈরি হয়েছে।

আরও পড়ুন-ফেসবুকের নতুন নামকরণ হল ‘মেটা’

উল্লেখ্য, মুম্বই পুলিশ ওয়াংখেড়েকে গ্রেফতার করতে পারে, এই আশঙ্কায় তড়িঘড়ি বম্বে হাইকোর্টের(Bombay High Court) দ্বারস্থ হয়েছিলেন তিনি। এনসিবি কর্তা হাইকোর্টে করা এক আবেদন জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ করা হয়েছে তার তদন্ত যেন সিবিআই(CBI) বা কোনও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে দিয়ে করানো হয়। তবে হাইকোর্ট এদিন সমীরের ওই আর্জি খারিজ করে দিয়েছে। মুম্বই পুলিশকে আদালত নির্দেশ দিয়েছে, সমীর ওয়াংখেড়েকে গ্রেফতার করার তিনদিন আগে তাঁকে নোটিশ দিতে হবে।

Previous articleত্রিপুরায় পুরভোট ঘোষণা হতে টিকিট নিয়ে মারামারি বিজেপিতে!
Next articleরোমে মোদি: ১২ বছরে প্রথম G20 সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী