বিগত কয়েক দশকে দেখা গিয়েছে জলবায়ুর পরিবর্তনের প্রভাব থেকে বাঁচতে পারেনি কেউ। সে উন্নয়নশীল দেশই হোক কিংবা প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য থাকা দেশই হোক। জলবায়ুর পরিবর্তন ক্রমেই বড় আতঙ্কের কারণ হয়ে উঠছে। গ্লাসগোয় (Glasgow) সিওপি২৬ (COP26) জলবায়ু শীর্ষ সম্মেলনে নিজের বক্তব্য পেশ করার সময় জলবায়ুর পরিবর্তন নিয়ে এই কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

মোদির কথায় বোঝা গিয়েছে যে, প্রযুক্তিকে সঙ্গে রাখলে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভারত যেমন জলবায়ু পরিবর্তনে পদক্ষেপ নিতে পারবে, তেমনই দেশের আর্থিক হালও ফিরতে পারে।
আরও পড়ুন-নজরে দ্বীপরাজ্য: ১০ নভেম্বর ৩দিনের সফরে গোয়ায় যাচ্ছেন অভিষেক

জলবায়ু সম্মলনে মোদি প্রতিশ্রুতি দিয়েছেন, ২০৭০ সালের মধ্যে ভারতে কার্বন নির্গমণের পরিমাণ শূণ্যতে গিয়ে পৌঁছবে। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক মঞ্চে সমগ্র বিশ্বকে সাক্ষী রেখে মোদি যে লক্ষ্যের কথা ঘোষণা করেছেন, সেই লক্ষ্যে পৌঁছতে আগামী বেশ কিছু বছরে ভারত অচিরাচরিত শক্তির পরিমাণ বৃদ্ধি করবে। মোদির এই বার্তা পশ্চিমী দেশ ও চিনের ক্ষেত্রে ভীষণ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
