Tuesday, November 4, 2025

ছাত্র আন্দোলন থেকে পরিষদীয় রাজনীতি- হাতে ধরে শিখিয়েছেন সুব্রতদা: আবদুল মান্নান

Date:

Share post:

৫১ বছরের পথচলা থেমে গেল আচমকা। কথাটা যেন বিশ্বাসই হচ্ছে না কংগ্রেস (Congress) নেতা আবদুল মান্নানের (Abdul Mannan)। ১৯৭০ সাল থেকে সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) সঙ্গে পরিচয় তাঁর। সেই সময় সুব্রত ছিলেন ছাত্র পরিষদের রাজ্য সহ-সভাপতি। বালিতে কংগ্রেস নেতা তরুণকান্তি ঘোষের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন সুব্রত। সেখানেই আবদুল মান্নানের সঙ্গে প্রথম আলাপ। তারপর বারবার দল বদল করেছেন সুব্রত। কিন্তু আবদুল মান্নানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কোন তিনি ছিন্ন হয়নি।

সাতের দশকে প্রিয়-সুব্রত জুটির নেতৃত্বে আন্দোলন করতেন ছাত্র পরিষদের সদস্যরা। মহাজাতি সদনে ছাত্র পরিষদের সদর দফতরেই ছিল তাঁদের যাবতীয় রাজনৈতিক চর্চার কেন্দ্র। সেখানে ‘প্রিয়দা-সুব্রতদা’র সঙ্গে কাটানো সময়ের কথা আজ খুব মনে পড়ছে আবদুল মান্নানের।

১৯৭০ সালের সেপ্টেম্বরে ছাত্র পরিষদের সভাপতি নির্বাচিত হন সুব্রত মুখোপাধ্যায়। অল্প বয়সে মন্ত্রী হলেও ছাত্র আন্দোলনের সঙ্গে যোগাযোগ ছিল। তবে, কাজের চাপে ১৯৭৩-এ ছাত্র পরিষদের সভাপতি পদ ছেড়ে দেন সুব্রত।

নিজে সিগারেট খেতেন না। কিন্তু কোনও দিন কাউকে নিজের সামনে সিগারেট খেতে বারণ করেননি সুব্রত মুখোপাধ্যায়। উলটে সুব্রত বলতেন, “সিগারেট খাবি না! সিনেমার গল্প করবি না! কী ভাবে ছাত্র আন্দোলন করবি?” এমনই সুরসিক ছিলেন তিনি।

১৯৭১ সালের বাংলাদেশে মুক্তিযুদ্ধে সময় কলকাতায় তৎকালীন পাকিস্তানের বাংলাদেশের হাইকমিশনারের দফতরে গিয়ে সুব্রত মুখোপাধ্যায় সঙ্গে স্মারকলিপি জমা দিয়েছেন আবদুল মান্নান।

১৯৭৭ কংগ্রেসৃর হারের পর অনেকেই দল ছেড়ে নতুন দলে যান। সেই সময় বাংলায় কংগ্রেসের হাল ধরেছিলেন প্রণব মুখোপাধ্যায়, বরকত গনিখান চৌধুরী, সোমেন মিত্র এবং সুব্রত মুখোপাধ্যায়। “এবার হয়তো প্রত্যেকের এ বার দেখা হবে!” বললেন মান্নান।

সুব্রত মুখোপাধ্যায়ের হাত ধরে পরিষদীয় রাজনীতি সম্পর্কে পাঠ নিয়েছেন আবদুল মান্নান। বিধানসভার খুঁটিনাটি অনুজপ্রতিম সতীর্থকে শিখিয়ে দিয়েছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ। তৃণমূলের বিধায়ক হওয়ার পরেও বিধানসভায় কংগ্রেস বিধায়কদের ঘরে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিতেন সুব্রত। সেই আড্ডার দিনগুলির কথা আজ খুব মনে পড়ছে আবদুল মান্নানের। এবার সুব্রত মুখোপাধ্যায়ের অসুস্থতার খবর পেয়ে নিয়মিত খোঁজ নিয়েছেন তিনি। ভেবেছিলেন বাড়ি ফিরলে দেখা করে আসবেন। শনিবার, দেখা হল ঠিকই কিন্তু কথা হল না।

আরও পড়ুন- সবুজ-মেরুন পতাকায় ঢেকে দেওয়া হল সুব্রত মুখোপাধ‍্যায়ের মরদেহ, স্মৃতিচারণ বাবলুর

 

spot_img

Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...