ফের ধাক্কা খেল শেয়ারবাজার, ৬০ পয়েন্ট নামল সেনসেক্স

🔹সেনসেক্স ৬০,৩৫২.৮৩ (⬇️ -০.১৩%)

🔹নিফটি ১৮,০১৭.২০ (⬇️ -০.১৫%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৬১ হাজারের গণ্ডি পেরিয়ে রেকর্ড গড়েছিল শেয়ারবাজার। তবে সে সুখের সময় দীর্ঘস্থায়ী হল না। সামান্য আশার আলো দেখিয়ে ফের ধাক্কা খেল দালাল স্ট্রীট। বুধবার বাজার বন্ধ হওয়ার পর দেখা গেল এক ধাক্কায় ৮০ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। একই রকমভাবে পতন ঘটেছে নিফটিও। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৮০.৬৩ পয়েন্ট বা -০.১৩ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৬০,৩৫২.৮৩। এনএসই নিফটি (NSE Nifty) -২৭.০৫ পয়েন্ট বা -০.১৫ শতাংশ নেমে হয়েছে ১৮,০১৭.২০। যদিও টানা কয়েক দিনে যেভাবে শেয়ারবাজারের বৃদ্ধি হয়েছে তারপর এই ধাক্কা সামাল দিয়ে বাজার ফের ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন বিনিয়োগকারীরা।

Previous article‘ভুলে যাওয়ার রোগ হয়েছে, দিনে এক রাতে এক কথা বলছেন’, রাজ্যপালকে কটাক্ষ অমিত মিত্রের
Next article১৪ মাস পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলল রিয়ার, ফিরে পেলেন ল্যাপটপ-মোবাইল