দেড় বছর স্কুল বন্ধ, তাই ব্রিজকোর্সের আকারে আগের ও পরের পাঠ পড়ানো হবে স্কুলে

প্রায় দেড় বছর পড়ুয়ারা স্কুলে (School) যায়নি । তাই স্কুল শুরু হলেই আগের ও পরের বছরের কিছুটা পড়া তাদের আগে একবার পড়ানো হবে। ব্রিজ কোর্স (Bridge Course) আকারে এই আগের ও পরের ক্লাসের পাঠ স্কুলেই পড়ানো হবে। বিশেষ করে নবম ও একাদশ শ্রেণির গুরুত্বপূর্ণ বিষয় গুলি ক্লাসরুমেই পড়ানো হবে ছাত্র-ছাত্রীদের।

যেমন, চলতি বছরে যারা মাধ্যমিক (Madhyamik ) ও উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা দেবেন তাদের নবম ও একাদশ শ্রেণির গুরুত্বপূর্ণ অংশগুলি ব্রিজ কোর্স আকারে পড়ানো হবে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের সিলেবাসের অনেকটা জুড়ে থাকে নবম এবং একাদশ শ্রেণির পাঠক্রম৷ তাই প্রায় দেড় বছরপরে স্কুল শুরু হওয়া পড়ুয়াদের যাতে অসুবিধা না হয় সেজন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নবম ও একাদশ শ্রেণির পাঠ প্রথমেই একবার পড়িয়ে নেওয়া হবে । সেই উদ্দেশ্যেই ব্রিজ কোর্সের সিলেবাস করা হয়েছে।

১৬ নভেম্বর নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ক্লাস শুরু হবে। তখন থেকেই এই নতুন পাঠ্যক্রম বই আকারে ছাত্র-ছাত্রীদের দিয়ে দেওয়া হবে । স্কুল শিক্ষা দফতর সূত্রে এমনটাই জানানো হয়েছে।

Previous articleধর্ষণ, খুনের মতো অপরাধের ক্ষেত্রেও কম বয়সীদের মৃত্যুদণ্ড নয়, জানাল সুপ্রিম কোর্ট
Next articleশাস্ত্রীর বিদায় বেলায় আবেগঘন পোস্ট বিরাট কোহলির