Sunday, August 24, 2025

Blast In Afghanistan Mosque : আফগানিস্তানে আরও এক মসজিদে বিস্ফোরণ, প্রাণ গেল ৩ জনের, আহত বহু

Date:

Share post:

আজ আরও এক শুক্রবার (Friday)। ফের বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের (Blast In Afghanistan Mosque) এক মসজিদ (Mosque)। শেষ পাওয়া খবর পর্যন্ত, বিস্ফোরণে কমপক্ষে মৃত্যু হয়েছে তিনজনের। আহত হয়েছেন ১৫ জন। যদিও হামলার দায় এখনও স্বীকার করেনি কোনও জঙ্গিগোষ্ঠী। শুক্রবার দুপুরে দেড়টা নাগাদ আফগানিস্তানের নানঘরহর (Nangharhar) প্রদেশের একটি মসজিদে আজান চলাকালীনই বিস্ফোরণ হয়।

adamas

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার দুপুর দেড়টা নাগাদ নমাজ শুরু হতেই মসজিদের ভিতরে বিস্ফোরণের শব্দ শোনেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, ইমামের বসার জায়গার পাশেই লুকিয়ে রাখা হয়েছিল বিস্ফোরক। মসজিদে উপস্থিত ব্যক্তিদের দাবি, ইমাম স্পিকারের সুইচ অন করতেই বিস্ফোরণ ঘটে। তাতে গুরুতর জখম হয়েছেন ইমাম নিজেও। আহতদের স্থানীয় হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে। বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে।

chhaya prakashani

আরও পড়ুন-Foreign Liquor Price: হু হু করে কমতে চলেছে বিলিতি মদের দাম!

এর আগে কাবুলের এক হাসপাতালে বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় প্রাণ যায় ১৯ জনের। ঘটনায় আহত হয় আরও প্রায় ৫০ জন। এর আগে শিয়া মসজিতে জুম্মার নামাজের পরই হয় বিস্ফোরণ। ঘটনাস্থল ছিল দক্ষিণ আফগান শহর কান্দাহার। বিস্ফোরণের অভিঘাতে মৃত্যু হয় ৩৩ জন। গুরুতর জখম ৭৪।  তার আগে জুম্মার প্রার্থনা চলাকালীন উত্তর-পূর্ব আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের শিয়া সম্প্রদায়ের মসজিদে বিস্ফোরণ হয়। গত অগাস্ট মাসে আফগানিস্তানে তালিবান (Taliban) ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটছে।

এর আগে একাধিক বার বিভিন্ন মসজিদে বিস্ফোরণ হয়েছে। তাতে বহু মানুষ মারা গিয়েছেন। আবার আজও মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটল। যদিও বারবার এমন ঘটনা ঘটায় অভিযোগের তির আইএস জঙ্গি সংগঠনের দিকেই। এর আগে বিস্ফোরণের(blast) ঘটনা ঘটল পাকিস্তানের বালুচিস্তানে(Balochistan)। ভয়াবহ এই আত্মঘাতী বিস্ফোরণে ৩ পাক নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়, অন্তত ২০ জন আহত হয়। প্রাণঘাতী এই হামলা চালানো হয় বালুচিস্তানের কুয়েতা রোডের উপর অবস্থিত এক চেকপোষ্টে। গোটা ঘটনার তদন্তে নামে বালুচিস্তান কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। তবে ওই হামলার দায় স্বীকার করে নেয় তেহরিক-ই-তালিবান(Tehorik e taliban) জঙ্গিগোষ্ঠী।

hair life charring nursing home hair transplant masterbook ortho probe ramkrishna medical complex rice techno global techno global hospital thakurbari techno techno snu snu

spot_img

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...