Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) গতমরশুমে ফাইনালে উঠেও, ট্রফি জয়ের স্বাদ পায়নি হাবাসের দল। তবে নতুন মুরশুমে চ‍্যাম্পিয়ন হতে মরিয়া মোহনবাগান। শুক্রবার এক সাক্ষাৎকারে এমনটি জানালেন দলের তারকা ফুটবলার হুগো বৌমোস।

২) তাহলে কি এবার অবসরের পথে সার্জিও আগুয়েরো ? হ‍্যাঁ, আগুয়েরোর যে সমস‍্যা দেখা দিয়েছে, তাতে অবসর নিতে হতে পারে আর্জেন্তাইন তারকা ফুটবলারকে।

৩) মহম্মদ রিজওয়ানের দলের প্রতি দায়বদ্ধতায় মুগ্ধ ক্রিকেট বিশ্ব। সেমিফাইনালের আগে দু’রাত আইসিউতে ছিলেন তিনি। টুইট করে রিজওয়ানের দায়বদ্ধতার প্রশংসায় শোয়েব আখতার।

৪) জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আরও একটি প্রস্তুতি ম‍্যাচ খেলতে চলেছে এসসি ইস্টবেঙ্গল। ১৪ নভেম্বর গত মরশুমের আইএসএল চ্যাম্পিয়ন  মুম্বই সিটি এফসির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে তারা। গোয়ার নাগোয়া গ্রাম পঞ্চায়েত ফুটবল মাঠে বিকেল চারটে থেকে আয়োজিত হবে এই ম্যাচ।

৫) নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দল ঘোষণা করল ভারত । প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্ক রাহানে। প্রথম টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকে । এদিকে টেস্ট সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। দলে ফিরলেন ঋদ্ধিমান সাহা।

আরও পড়ুন:১৩ নভেম্বর, শনিবারের বাজার দর

Previous articleBreakfast News: ব্রেকফাস্ট নিউজ
Next articleWeather Forecast:নিম্নচাপের জের, উধাও শীতের আমেজ, ভোরেই বৃষ্টিস্নাত তিলোত্তমা