Thursday, August 21, 2025

Tripura Violance: সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে গেরুয়া সন্ত্রাস অব্যাহত ত্রিপুরায়

Date:

Share post:

(ত্রিপুরা পুরভোটে বিজেপির গুণ্ডাদের হামলার মুখে পড়তে হয়েছে তৃণমূলের তিন মহিলা প্রার্থীকে)

 

অবাধ ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে তৃণমূল কংগ্রেস (TMC) ও অন্য বিরোধী দলগুলি যেন কোনওরকম বাধা না পায়। ত্রিপুরার (Tripura) বিপ্লব দেব (Biplab Dev) সরকারকে এই মর্মে কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Suprime Court)। পাশাপাশি, ত্রিপুরা রাজ্য সরকারকে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেওয়া হয়, তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থক বা নেতানেত্রীর নিরাপত্তার যথাযথ ব্যবস্থা করার দায়িত্বও ত্রিপুরা পুলিশ ও প্রশাসনের। উত্তর-পূর্বের এই রাজ্যে আগামী ২৫ নভেম্বর পুরভোট (Municipal Election)। কিন্তু সুপ্রিম নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে গেরুয়া সন্ত্রাস অব্যাহত। নীরব দর্শকের ভূমিকায় পুলিশ। ঠুঁটো জগন্নাথ বিপ্লব দেব প্রশাসন।

ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল। এবার আগরতলার (Agartala) ১১ নম্বর ওয়ার্ড। পুরভোট উপলক্ষে বিরোধী তৃণমূলের পতাকা, ফ্ল্যাগ, ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয়েছে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ব্যাপক মারধর করেছে এক তৃণমূল কর্মীকে। ওই তৃণমূল কর্মী গুরুতর জখম অবস্থায় বর্তমানে জিবি হাসপাতালে (GB Hospital) ভরতি। তাঁর চোখের আঘাত বেশ গুরুতর।

জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ আগরতলার ১১ নম্বর ওয়ার্ডে নিজের বাড়িতে ফিরছিলেন শেখর দেববর্মা নামে ওই তৃণমূল কর্মী। সেই সময় বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায়। বেধড়ক মারধর করা হয় তাঁকে। হুমকিও দেওয়া হয়। তাঁকে দেখতে হাসপাতালে যান ত্রিপুরা প্রদেশ তৃণমূলের স্টিয়ারিং কমিটির কনভেনর সুবল ভৌমিক (Subal Bhowmik)। ঘটনার তীব্র নিন্দা করেছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।

এখানেই শেষ নয়। ত্রিপুরা পুরভোটে বিজেপির গুণ্ডাদের হামলার মুখে পড়তে হয়েছে তৃণমূলের তিন মহিলা প্রার্থীকে। আগরতলার ৮ নম্বর ওয়ার্ডের পদ্মা ভট্টাচার্য, ১০ নম্বর ওয়ার্ডের পান্না দেব ও ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী আল্পনা দেববর্মা গেরুয়া সন্ত্রাসের শিকার হয়েছেন। বিজেপিকে কাঠগড়ায় তুলে থানায় অভিযোগ করা হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

উল্লেখ্য, ত্রিপুরায় জনসংযোগ, প্রচারে ও সংগঠিন বিস্তারে গিয়ে গত কয়েক মাসে একের পর এক হেনস্তার শিকার হতে হয়েছে তৃণমূলের নেতানেত্রীদের। জেট প্লাস নিরাপত্তা পাওয়া তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবকে পর্যন্ত নিরাপত্তা দিতে ব্যর্থ বিপ্লব দেব সরকার। পুলিশে অভিযোগ করেও লাভ তো হচ্ছেই না বরং মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তৃণমূল নেতা-কর্মীদের।

গত, বুধবার রাতে আগরতলা পুরভোটে ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অপর্ণা বিশ্বাস ও ১৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী পৌষালি দত্তের বাড়িতে হামলা হয়। তৃণমূলের অভিযোগ, দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করেছে, নিগৃহীত হয়েছেন পরিবারের সদস্যরাও। এর আগে তৃণমূল প্রার্থী সোমা দাস, সংহিতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। সংহিতার হাত ভেঙে দেওয়া হয়েছে। প্রার্থীদের পরিবারের লোকেদের উপর হামলা ও অপহরণের অভিযোগ করা হচ্ছে তৃণমূলের পক্ষে।

এদিকে, শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনও রাজনৈতিক দলই যেন বাধা না পায়, সেই মর্মে ত্রিপুরা সরকারকে কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এখানেই শেষ নয়। সুপ্রিম কোর্টের এই নির্দেশ কীভাবে পালন হচ্ছে, তার বিস্তারিত রিপোর্ট ত্রিপুরা পুলিসের ডিজি এবং স্বরাষ্ট্র সচিবকে দু’সপ্তাহের মধ্যে যৌথভাবে আদালতের সামনে পেশ করার নির্দেশ জারি হয়েছে। কিন্তু তার মধ্যেও ত্রিপুরা জুড়ে গেরুয়া সন্ত্রাস অব্যাহত।

 

spot_img

Related articles

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station)...

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি...