Friday, August 22, 2025

Nandigram Vote Case: একই দিনে শীর্ষ ও উচ্চ আদালতে শুনানির সম্ভাবনা

Date:

Share post:

চার মাস পরে সুপ্রিম কোর্ট ও কলকাতা হাই কোর্টে উঠছে নন্দীগ্রাম ভোট মামলা। একই দিনে সুপ্রিম কোর্ট (Supreme Court) ও কলকাতা হাইকোর্টে (High Court) উঠছে নন্দীগ্রাম ভোট মামলা। চার মাস পর সোমবার, ওই মামলার শুনানির সম্ভাবনা। এদিকে সুপ্রিম কোর্টের তাঁর দায়ের করা মামলার নিষ্পত্তি হয়নি- এই অজুহাতে কলকাতা হাইকোর্টের মামলার শুনানি পিছনোর আবেদন করেছেন শুভেন্দু অধিকারী। আইনজীবী মহলের মতে, সুপ্রিম নির্দেশের উপরেই নির্ভর করবে উচ্চ আদালতের শুনানি। ফলে ফের পিছতে পারে হাইকোর্টের শুনানি।

 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে ভোট গণনায় কারচুপি হয়েছে এই অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। প্রথম জুন মাসে হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে মামলাটি ওঠে। কিন্তু ওই বেঞ্চে মমতার আপত্তি থাকায় পাঁচ লক্ষ টাকা জরিমানা করে মামলা থেকে অব্যাহতি নেন বিচারপতি চন্দ। জুলাই মাসে মামলাটি যায় বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে। কিন্তু এবার বেঞ্চ বদলে বেঁকে বসেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। কলকাতা হাইকোর্টের উপর অনাস্থা জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। সেখানে তিনি আবেদন করেন, অন্য যে কোনও রাজ্যে মামলা স্থানান্তরিত করা হোক। এই অবস্থায় মামলাটি সুপ্রিম কোর্টে যাওয়ায় কলকাতা হাইকোর্টের বিচারপতি তিন মাসের জন্য শুনানি মুলতুবি করেন। সেই মতো সোমবার, দুপুর তিনটেয় হাইকোর্টে উঠছে নন্দীগ্রাম মামলাটি।

কিন্তু এদিকে সুপ্রিম কোর্টে মামলার কোনও অগ্রগতি হয়নি। সেখানেও সোমবারই উঠছে মামলাটি। বিচারপতি হিমা কোহলির বেঞ্চে হতে পারে নন্দীগ্রাম ভোট মামলার শুনানি। ফলে একই দিনে দুজায়গায় শুনানির সম্ভাবনায় জট তৈরি হয়েছে।

spot_img

Related articles

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...