Jidan: ম্যান ইউতে ম্যানেজারের দায়িত্ব নিতে পারেন জিদান

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে ফরাসি কিংবদন্তির এখনও সুসম্পর্ক রয়েছে

ওয়ে গুন্নার সোলসারের পরিবর্তে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানেজারের আসনে দেখা যেতে পারে জিনেদিন জিদানকে। এমনই খবর ঘোরাফেরা করছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্দরমহলে।
প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে ফরাসি কিংবদন্তির এখনও সুসম্পর্ক রয়েছে। তাই ম্যান ইউ কর্তারা মনে করছেন, সান্তিয়াগো বের্নাবাউয়ের মতো ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবেও সুদিন ফেরাতে পারে তাঁদের যুগলবন্দি। পর্তুগিজ মহাতারকাও নাকি সোলসারের বিদায় চান। তবে সূত্রের খবর, জিদান ইংল্যান্ডে ক্লাব কোচিংয়ে আসার ব্যাপারে এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছেন।
রোনাল্ডোকে আবার ফিরিয়ে আনা হলেও রেড ডেভিলস যে এ বারও প্রিমিয়ার লিগ জিতবে না, সেটা এখনই মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে। পয়েন্ট টেবলে পল পোগবারা রয়েছেন ছ’নম্বরে। তা-ও শীর্ষে থাকা চেলসির থেকে ন’পয়েন্ট পিছনে। সোলসার প্রবল চাপে পড়েছেন লিভারপুলের কাছে ০-৫ হেরে। পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটিও তাদের ২-০ হারিয়েছে। তাই এই পরিস্থিতিতে ম্যান ইউয়ে কোচ বদল এখন শুধুই সময়ের অপেক্ষা। যে কোনও মহূর্তে নতুন কেউ দায়িত্ব নেবেন। রোনাল্ডোর পছন্দের কোচ জ়িদান এখন কোনও ক্লাবে কোচিং করাচ্ছেন না। প্রসঙ্গত, দু’দফায় জিদানের তত্ত্বাবধানে রিয়াল মাদ্রিদ তিন বার চ্যাম্পিয়ন্স লিগ ও দু’বার লা লিগা জয়ের অনন্য নজির গড়েছিল।

Previous articleRail Ticket:আগামী সাত দিন কাটা যাবে না রেলের টিকিট, কেন জানেন?
Next articleWeather Forecast:নিম্নচাপের ভ্রুকুটি, আকাশের মুখভার, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস