Audit Diwas -Narendra Modi : অডিট এখন ভ্যালু অ্যাডিশনের গুরুত্বপূর্ণ অঙ্গ : প্রধানমন্ত্রী

মঙ্গলবার প্রথম অডিট দিবস (audit diwas) পালিত হল। নয়াদিল্লিতে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব ইন্ডিয়া (comptroller and auditor general of India) বা ক্যাগের (CAG) সদর দফতরে পালিত হল অডিট দিবস।অনুষ্ঠানটির শুভ সূচনা করে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime minister Narendra Modi) । প্রধানমন্ত্রী বলেন, একটা সময় দেশে অডিট বলতে সাংঘাতিক ভয়ের কারণ ছিল। আশঙ্কার সঙ্গে এই অডিটকে দেখা হতো। ‘CAG বনাম সরকার’, এরকম একটা ধারনা তৈরি হয়ে গিয়েছিল সকলের মধ্যে। কিন্তু এখন আর সেই মানসিকতার কোনও জায়গাই নেই। আজ অডিটকে ভ্যালু অ্যাডিশনের গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবেই দেখা হয়।

এদিন ক্যাগের সদর দফতরে সর্দার বল্লভ ভাই প্যাটেলের একটি মূর্তির উন্মোচন করেন প্লধানমন্ত্রী। ক্যাগের দফতরে প্রথম অডিট শ্চ বলেন, এই সংস্থার গুরুত্ব অপরিসীম। দক্ষতা, উৎপাদন ক্ষমতায় ভ্যালু অ্যাডিশন এই ক্যাগ।

 

Previous articleUdayan Controversy: “তল্লাশির নামে মহিলাদের গোপনাঙ্গে হাত দেয় বিএসএফ”, উদয়নের বিস্ফোরক অভিযোগে উত্তাল বিধানসভা
Next articleRajkummar-Patralekha: বিয়ে -বউভাত শেষে এবার মধুচন্দ্রিমার পরিকল্পনায় বলিউডের তারকা-দম্পতি রাজকুমার -পত্রলেখা