Emirates T20 League: এবার এমিরেটস টি-২০ লিগে লিগে নামতে চলেছে কেকেআর, মুম্বই ইন্ডিয়ান্স

এমনকি এই টুর্নামেন্ট ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও রয়েছে বলে খবর।

আইপিএলের পর এবার এমিরেটস টি-২০ লিগে (Emirates T20 League) নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। এমনটাই খবর। এমনকি এই টুর্নামেন্ট ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও রয়েছে বলে খবর। এছাড়াও এই টুর্নামেন্টে রয়েছে বিগ ব্যাশ লিগের ( Big Bash League) হেভিওয়েট দল সিডনি সিক্সার্স (Sydney Sixers)। তবে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) দল কিনবে বলে ইচ্ছাপ্রকাশ করেও শেষ মুহূর্তে তারা  পিছিয়ে আসে। এমিরেটস ক্রিকেট বোর্ড (Emirates Cricket Board) আয়োজিত করতে চলেছে এই টুর্নামেন্ট।

আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে হবে এমিরেটস টি-২০ লিগ। ৬ দলীয় এই ক্রিকেট যুদ্ধের ঘোষণা গত অগাস্টে করে দিয়েছিল ইসিবি। এই লিগটি এমিরেটস ক্রিকেট বোর্ডের অন্তর্ভুক্ত হবে। এবং এটির দেখভাল করবেন সংযুক্ত আরব আমিরশাহির সংস্কৃতি ও যুবমন্ত্রী শেখ আল নাহয়ান।

আরও পড়ুন:Ab De Villiers: ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরই এবিডিকে আবেগঘন বার্তা বিরাট কোহলি, অনিল কুম্বলে, জেপি ডুমিনিদের

Previous articleগোয়ার মুখ্যমন্ত্রী আয়ুর্বেদ ডাক্তার থেকে হয়েছেন খাদান মালিক, CBI তদন্তের দাবি তৃণমূলের
Next articleJago Bangla: জাগো বাংলার স্ট্যান্ড উদ্বোধন থেকে “জাগো ভারত” ডাক তৃণমূলের