Thursday, November 13, 2025

Tiljala Traffic Gaurd: পাচারের চেষ্টা! পুলিশের তৎপরতায় উদ্ধার হাত বাঁধা ২ নাবালিকা

Date:

হাত বেঁধে দুই নাবালিকাকে বাইপাসের উপর দিয়ে বাইকে নিয়ে যাচ্ছিলেন এক সন্দেহজনক ব্যক্তি। পাচার করার চেষ্টা চলছিল বলে সন্দেহ।

তিলজলা ট্রাফিক গার্ডের (Tiljala Traffic Gaurd) তৎপরতায় উদ্ধার ২ নাবালিকা। শনিবার, সকাল ১১টা নাগাদ আম্বেদকর ব্রিজের উপর দিয়ে দুই কিশোকে বাইকে করে নিয়ে যাচ্ছিলেন এক যুবক। নাবালিকাদের হাত শক্ত করে নাইলনের দড়ি দিয়ে বাঁধা ছিল। রুদ্ধশ্বাসে বাইক চালাচ্ছিলেন ওই যুবক। দেখেই সন্দেহ হওয়ায় উত্তর পঞ্চান্নগ্রাম ক্রসিংয়ের কাছে তাঁকে আটক করে ট্রাফিক পুলিশ। নিয়ে যাওয়া হয় তিলজলা ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তীর (Souvik Chakraborty) কাছে। সেখানে মহম্মদ শেহতাব নামের ওই ব্যক্তি জানান, ওই দুই কিশোরীকে ট্যাংরায় তাদের দিদিমার বাড়ি থেকে বারুইপুরের মল্লিকপুরে নিয়ে যাচ্ছিলেন তিনি। নিজেকে ওই দুই কিশোরীর বাবা বলে পরিচয় দেন ওই ব্যক্তি। কিন্তু উদ্ধার হওয়া নাবালিকারা সে কথা অস্বীকার করে। তারা জানায়, এই ব্যক্তি তাদের বাবা নন। যন্ত্রণা এবং ভয়ে কুঁকড়ে গিয়েছিল দুই নাবালিকা। সৌভিক চক্রবর্তী তাদের জল খাওয়ান। কথা বলে কিছুটা আশ্বস্ত করেন। তারপর তিনজনকেই তিলজালা থানার এসআই-এর হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, এই নাবালিকার মায়ের সঙ্গে ধৃত শেহতাবের সম্পর্ক রয়েছে। কিন্তু কোথায়, কী কারণে এই মেয়ে দুটিকে তিনি এভাবে বেঁধে নিয়ে যাচ্ছিলেন, সে বিষয়ে এখনও কিছু জানায়নি পুলিশ। তবে পাচারের চেষ্টা চলছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

Related articles

এই এসআইআর-লজ্জা! সংবিধান-প্রণেতা কমিটি সদস্যের পরিবারের নাম নেই ভোটার তালিকায়

আজব-কাণ্ড। প্রমাণিত এই এসআইআর-লজ্জা! এ এমনই এসআইআর যে, নাম নেই দেশের সংবিধান-প্রণেতা কমিটির সদস্যের উত্তরাধিকারীদেরই। এমনকী তাঁর বাড়িটিকেই...

ভোটার তালিকার স্বচ্ছতা যাচাইয়ে আগামী সপ্তাহে রাজ্যে কমিশনের প্রতিনিধি দল

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরও এক দফা নড়াচড়া শুরু করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই রাজ্যে...

দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

এক নাগাড়ে তিন দিন রাজধানীতে দূষণের চিত্রটা বদলাচ্ছে না অনেকবারেই। এই বিষয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।...

সলিল স্মৃতিতে প্রকাশিত স্বর্ণমুদ্রা

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ 'শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স'...
Exit mobile version