AndhraPradesh: অন্ধ্রপ্রদেশে বন্যায় মৃত বেড়ে ২৪, নিখোঁজ শতাধিক

নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ। প্রশাসন সূত্রের খবর শনিবার পর্যন্ত মৃত বেড়ে ২৪। বানভাসিতে নিখোঁজ শতাধিক। তিরুপতির (Tirupati) যে ভিডিও সামনে এসেছে তাতেও দেখা গিয়েছে শয়ে শয়ে পুণ্যার্থী জলবন্দি হয়ে পড়েছেন।

আরও পড়ুন:ত্রিপুরায় নির্লজ্জ বিজেপি, সায়নীর বিরুদ্ধে ভুয়ো মামলা দিয়ে হোটেলে পুলিশ

দু-দুটি নিম্নচাপের প্রভাবে টানা প্রায় দশদিন ধরে অন্ধ্রপ্রদেশের একাধিক এলাকায় বৃষ্টি চলছে। উপচে পড়েছে বাঁধ। বিপর্যস্ত সড়ক এবং রেল-যোগাযোগ। শনিবার সকালে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি বন্যা পরিস্থতি সরেজমিন দেখেন। উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। এদিকে বৃষ্টিতে নাজেহাল সাধারণ মানুষ।

অন্ধ্রপ্রদেশের হড়পা বানের প্রভাবে শুক্রবারই রায়লসীমা প্রদেশের অতিবৃষ্টিতে কমপক্ষে ১৩ জনের মৃত্যুর কথা জানা যায়। কাডাপার অন্নামাইয়া বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে জলের তোড়ে ভেসে যান বেশ কয়েকজন। অন্ধ্রপ্রদেশ স্টেট ট্রান্সপোর্টের কর্পোরেশনের তিনটি বাস বৃষ্টির জলে ভেসে যায়।টানা পাঁচঘণ্টার চেষ্টায় উদ্ধারকারী দল প্রায় ২০ জনকে উদ্ধার করে। পাশাপাশি ৮টি মৃতদেহও উদ্ধার করা হয়।

জানা গিয়েছে রাজ্যের রায়লসীমা অঞ্চলের একাধিক জেলার সড়ক পথ কার্যত বন্ধ হয়ে গিয়েছে। বহু জায়গায় রেল লাইনের উপর দিয়ে বইছে জল। রেল যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে বিমান পরিষেবাতেও প্রভাব পড়েছে। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত কাডাপা বিমানবন্দর বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন।

Previous articleত্রিপুরায় নির্লজ্জ বিজেপি, সায়নীর বিরুদ্ধে ভুয়ো মামলা দিয়ে হোটেলে পুলিশ
Next articleRohit Sharma: ইডেনে এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা, টপকে যাওয়ার সুযোগ কোহলিকে