Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) রবিবার ইডেনে ভারত-নিউজিল‍্যান্ড ম‍্যাচ। সেই ম্যাচের কথা মাথায় রেখেই কলকাতায় রাতের দু’ঘণ্টার জন্য কারফিউ শিথিল করার কথা ঘোষণা করল নবান্ন। শনিবার এমনটাই বিজ্ঞপ্তি জারি করা হয় নবান্ন থেকে।

২) আগামী বছর ভারতেই আয়োজন করা হবে আইপিএল, শনিবার এমনটাই জানালেন বিসিসিআই সচিব জয় শাহ । তিনি বলেন আইপিএলের পঞ্চদশ মরশুম  হবে ভারতেই। এবার নতুন দু’টি দল যোগ দেওয়ায় আগামী বছর টুর্নামেন্ট আরও আকর্ষণীয় হতে চলেছে।”

৩) ৪০ বছর পর কলকাতা লিগ চ‍্যাম্পিয়ন্স হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। এই মুহুর্তটিকে স্মরণীয় করতে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করতে চলেছে সাদা-কালো কর্মকর্তারা। সূত্রের খবর সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানান হবে মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে।

৪) রবিবার আইএসএলের অভিযান শুরু করতে চলেছে এসসি ইস্টবেঙ্গল । প্রতিপক্ষ জামশেদপুর এফসি। গতমরশুমের ব‍্যর্থতা কাটিয়ে চলতি মরশুমে নতুন কোচ মানোলো ডিয়াজের হাত ধরে ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল।

৫) কেরলা ব্লাস্টার্সের পর এবার এসসি ইস্টবেঙ্গল। ডার্বির জন‍্য নিজেদের তৈরি করছি’, বললেন এটিকে মোহনবাগান ফুটবলার হুগো বৌমোস।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

Previous articleব্রেকফাস্ট নিউজ
Next articleCanning: ক্যানিংয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু TMC নেতার