Sunday, May 4, 2025

TMC in Delhi: সময় দিলেন না স্বরাষ্ট্রমন্ত্রী, নর্থ ব্লকের সামনে ধর্নায় তৃণমূল

Date:

Share post:

ত্রিপুরায় (Tripura) বিজেপির (BJP) তাণ্ডবের জেরে নর্থ ব্লকের সামনে তৃণমূল কংগ্রেসের (TMC in Delhi) বিক্ষোভ (Agitation)। ধর্নায় বসলে তৃণমূল সাংসদরা। সোমবার সকালেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (HM Amit Shah) সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়েছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন (MP Derek O’Brien)। সূত্রের খবর, শাহ তৃণমূল সাংসদদের দেখা করার সময় দেননি। এর পর সাংসদরা স্বরাষ্ট্রমন্ত্রী দফতরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। তৃণমূল সাংসদ সৌগত রায় (MP Sougata Roy) বলেন, “ত্রিপুরায় বিজেপির তরফে গণতন্ত্র ধ্বংস করার চেষ্টা চলছে। এর বিরুদ্ধে আমাদের পক্ষে যতটা লড়াই করা সম্ভব, করব।”

নর্থ ব্লকের সামনে দাঁড়িয়ে এদিন সাংসদ দোলা সেন বলেন, “ত্রিপুরা সামান্য মিউনিসিপাল ইলেকশন লড়তে গেছে বলে আমাদের মন্ত্রী-এমপিদের যথেচ্ছভাবে মারা হচ্ছে। হেনস্থা করা হচ্ছে। গ্রেফতার করা হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশও কি মোদি- অমিত শাহ‌ মানেন না? তা জানতে আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। ২৪ ঘন্টা হয়ে গিয়েছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে টালবাহানা চলছে। এমপিদেরকে অ্যাপয়েনমেন্ট দেওয়ার সাহস তাঁদের নেই ? সেই জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের সামনে এসেছে। অ্যাপোয়েন্টমেন্ট আমাদের দেওয়া হোক। আমরা বিচার চাই।”

সোমবার সকালেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের থেকে সাক্ষাতের সময় চেয়েছিলেন ডেরেক। নর্থ ব্লকের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কংগ্রেস সুখেন্দুশেখর রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মালা রায়, অপরূপা পোদ্দার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন সহ আরও অনেকে।

আরও পড়ুন: Agartala:’খেলা হবে’ বলার জন্য সায়নী গ্রেফতার হলে প্রধানমন্ত্রী নয় কেন? প্রশ্ন অভিষেকের

বিক্ষোভ প্রদর্শনকারী তৃণমূল (TMC in Delhi) সাংসদদের অভিযোগ, ত্রিপুরায় গুণ্ডারাজ চলছে। তৃণমূল নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছে বিজেপি। এর প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু তিনি সময় দেননি। এ জন্য তাঁর দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করছি। আমাদের দাবি, অমিত শাহ এসে আমাদের সঙ্গে দেখা করুন।

আগামী বৃহস্পতিবার ত্রিপুরায় পুরভোট। তার আগে রবিবার ত্রিপুরায় তুলকালাম কাণ্ড। আগরতলায় থানা চত্বরে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ। গ্রেফতার করা হয় যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষকে। থানায় দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর খুনের চেষ্টার অভিযোগে সায়নীকে গ্রেফতার করে আগরতলা পূর্ব মহিলা থানার পুলিশ। ত্রিপুরায় হামলার তীব্র নিন্দা করেন তুমি বলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

spot_img
spot_img

Related articles

পহেলগামে গুলির শব্দ শুনেও আসেনি সেনা, বিস্ফোরক অভিযোগ মৃতের স্ত্রীর 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় (Pahelgam Terrorist attack) ভারতীয় সেনার গাফিলতি স্পষ্ট, বিস্ফোরক অভিযোগ করলেন মৃত সমীর গুহর স্ত্রী...

ইস্টবেঙ্গলে ব্রাজিলের মিগুয়েল ফিগুয়েরা

ইস্টবেঙ্গলের(Eastbengal) নতুন বিদেশি নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে। আসন্ন মরসুমের জন্য ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে তুলে নিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ...

এসএসসি রায় পুণর্বিবেচনা: সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন রাজ্যের

রাজ্যের স্কুলগুলি চলার স্বার্থে ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিহারা শিক্ষকদের চাকরি বাতিলের পদ্ধতি স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। কিন্তু সেটা...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

৪ মে রবিবার ২০২৫১ গ্রাম        ১০ গ্রামপাকা সোনার বাট       ৯৩৯০ ₹    ৯৩৯০০...