Kolkata High Court: কলকাতা হাইকোর্টে ইন্টারনেট বিভ্রাট, পিছলো SSC মামলার শুনানি

আইনজীবীদের অনলাইনে শুনানিতে অংশগ্রহণ করায় সমস্যা।

হাই কোর্ট

ইন্টারনেট পরিষেবা বিভ্রাটের জেরে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) পিছিয়ে গেল SSC মামলার শুনানি। সোমবার, বেশকিছু গুরুত্বপূর্ণ মামলার শুনানি হওয়ার কথা ছিল উচ্চ আদালতে। কিন্তু সকাল থেকেই ইন্টারনেট (Internet) পরিষেবা বিভ্রাট দেখা দিয়েছে। ফলে সংশয় দেখা দিয়েছে মামলার শুনানিতে।

আরও পড়ুন-Parliament Winter Session:অধিবেশনের শুরুতেই কৃষি আইন নিয়ে আলোচনার দাবিতে উত্তাল সংসদ

করোনার সময় থেকেই বিশেষ করে অনলাইন শুনানিতে জোর দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court)। এছাড়াও অনেক ক্ষেত্রেই আইনজীবীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইন্টারনেট পরিষেবা মাধ্যমেই শুনানিতে অংশ গ্রহণ করেন। সোমবারও তার ব্যাতিক্রম নেই। এদিন, এসএসসি (SSC)- মামলায় দিল্লি থেকে অনলাইনে অংশ নেওয়ার কথা ছিল আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikasranjan Bhattacharya)। কারণ, সংসদের অধিবেশন চলা সাংসদ বিকাশরঞ্জন এখন রাজধানীতে। কিন্তু ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক না হাওয়ায় এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হল। পরবর্তী শুনানি আগামী সোমবার। অন্যদিকে, পুরভোটের মামলায় দিল্লি থেকে ভার্চুয়ালি থাকার কথা বিজেপির আইনজীবী পিঙ্কি আনন্দের। ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক না হলে, তাঁর উপস্থিতি ঘিরেও জটিলতা তৈরি হয়েছে।

হাইকোর্ট সূত্রে খবর, ইঞ্জিনিয়াররা যুদ্ধকালীন তৎপরতায় পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন।

Previous articleParliament Winter Session:অধিবেশনের শুরুতেই কৃষি আইন নিয়ে আলোচনার দাবিতে উত্তাল সংসদ
Next articleParliament: সংসদে পাশ কৃষি আইন প্রত্যাহার বিল, আলোচনার দাবিতে অনড় বিরোধীরা