Neymar: গোড়ালির চোটের জন‍্য ছিঁটকে গেলেন নেইমার

গুরুতর চোট পেলেন নেইমার ( Neymar)। গোড়ালির চোটের কারণে ছয় থেকে আট সপ্তাহের জন্য মাঠের থেকে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান তারকা। সাঁ-এটিয়েনের বিরুদ্ধে ম্যাচ খেলতে গিয়ে চোট পান নেইমার। সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়তে হয় ব্রাজিলিও এই সুপারস্টারকে।

সাঁ-এটিয়েনের ম্যাচের একেবারে শেষের দিকে  গোড়ালি মুচকে যায় নেইমারের। সঙ্গে সঙ্গে ব্যাথায় কাতরাতে থাকেন ২৯ বছরের তারকা ফরোয়ার্ড। শেষমেশ স্ট্রেচারে করে মাঠে বাইরে নিয়ে আসতে হয় তাঁকে। পিএসজি তরফ থেকে এদিন এক বিবৃতিতে বলা হয়, “গতকাল রাতে নানা পরীক্ষার মাধ্যমে নেইমারের গোড়ালিতে মচকান ধরা পড়েছে। যেখানে ওর লিগামেন্টও চোটের কবলে পড়েছে। প্রায় ছয় থেকে আট সপ্তাহ ও মাঠের বাইরে থাকবে বলেই মনে করা হচ্ছে।” এরপাশাপাশি ক্লাবের তরফ এও জানান হয়, নেইমারের চোট আগামী ৭২ ঘন্টার মধ্যে পুনরায় পরীক্ষা করা হবে।

আরও পড়ুন:Ballon d’Or: রেকর্ড, সপ্তমবার ব্যালন ডি’অর জয় লিওনেল মেসির

Previous articlePolice Officer Death:পুরীর হোটেলে কলকাতা পুলিশ আধিকারিকের রহস্যমৃত্যু, তদন্তে লালবাজার
Next articleHoogli: হুগলিতে প্রথম বিয়ের পৌরহিত্যে মহিলারা