ধাক্কা সামলে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৬১৯ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সের

🔹সেনসেক্স ৫৭,৬৮৪.৭৯ (⬆️ ১.০৯%)

🔹নিফটি ১৭,১৬৬.৯০ (⬆️ ১.০৮%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। যদিও করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমাগত ধাক্কা খেতে থাকে শেয়ারবাজারের সুখের সময়। সে ধাক্কা সামলে ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। বুধবার ৬১৯ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ১৮৩ পয়েন্ট।

বুধবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের ধাক্কা সামলে ৬১৯ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৬১৯.৯২ পয়েন্ট বা ১.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৭,৬৮৪.৭৯। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ১৮৩.৭০ পয়েন্ট বা ১.০৮ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৭,১৬৬.৯০।

 

Previous articleMamata Banerjee: ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল, UAPA-এর অপব্যবহার করছে কেন্দ্র: জোরালো আক্রমণ মমতার
Next articleKunal Ghosh: শুভেন্দুকে ‘নির্বোধ’ বলে কটাক্ষ কুণালের