Pakistan: পাকিস্তানের রাস্তায় নৃশংস হত্যালীলা! মেরে পুড়িয়ে দেওয়া হল শ্রীলঙ্কানকে

এ যেন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাবে! স্লোগান উঠছে ‘লাব্বাইক, লাব্বাইক’। আর রাস্তায় ফেলে একজনের উপর চলছে অকথ্য অত্যাচার। বাঁশ-রড যে যা দিয়ে পারছেন তাই দিয়ে পেটাচ্ছেন। এখানেই থেমে নেই। মারধরের পর জ্বালিয়ে দেওয়া হল ওই ব্যক্তিকে! ইতিমধ্যেই এই নৃশংসতার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

পাকিস্তানের শিয়ালকোটের ঘটনা। সেখানে এক স্পোর্টস ফ্যাক্টরিতে এক্সপোর্ট ম্যানেজার হিসাবে কাজ করতেন শ্রীলঙ্কান নাগরিক প্রিয়ন্ত কুমারা। চরমপন্থী ইসলামিক দল তেহরিক-ই-লাব্বাইকের একটি পোস্টার ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিযেছিলেন বলে অভিযোগ। সেই পোস্টারে কোরানের কোনও উদ্ধৃতি লেখা ছিল বলে দাবি করা হযেছে। এরপরই, উন্মত্ত জনতা দল বেঁধে এসে তাঁকে মারতে মারতে অফিস থেকে বার করে রাস্তায় নিয়ে গিয়ে ফেলে। তারপর পেটাতে পেটাতে একেবারে প্রাণে মেরে ফেলে এবং দেহয় আগুন ধরিয়ে দেয়। এর পিছনে পাকিস্তানের কট্টরপন্থী সংগঠন তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান বা টিএলপি  দলের অনুগামীরা রয়েছে বলে অসমর্থিত সূত্রে খবর। যদিও শুক্রবারের এই নৃশংস ঘটনার নিন্দা করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। শিয়ালকোট পুলিশের পক্ষ থেকে এই ঘটনার তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন- রূপার খুন তত্ত্বের মধ্যেই তিস্তার পরিবারের পাশে হিন্দু মহাসভা, অস্বস্তিতে বিজেপি

Previous articleরূপার খুন তত্ত্বের মধ্যেই তিস্তার পরিবারের পাশে হিন্দু মহাসভা, অস্বস্তিতে বিজেপি
Next articleBreakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস