Saturday, November 15, 2025

Goa: বেটি বাঁচাও-এর বিজ্ঞাপনের খরচ নিয়ে মোদি সরকারকে ধুয়ে দিলেন মমতা

Date:

বাংলায় তৃণমূল সরকার কী কী উন্নয়নমূলক কাজ করেছে, আর কেন্দ্রের বিজেপি সরকার কীভাবে শুধুই ঢাক বাজিয়েছে- মঙ্গলবার, গোয়ার (Goa) কর্মিসভায় সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এদিন মুখ্যমন্ত্রী জানান, বাংলায় সব মেয়েই রাজ্য সরকারের প্রকল্প ‘কন্যাশ্রী’-র সুবিধা পায়। তৃণমূল সরকার কোনও ভেদাভেদ করে না। এর পরেই মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বলেন, বেটি বাঁচাওয়ের নামে কিছুই করেনি কেন্দ্র। তিনি অভিযোগ করেন, “‘কেন্দ্রের বেটি বাঁচাও, বেটি পড়াও’ কর্মসূচির 75% টাকা খরচ হয়ে যায় বিজ্ঞাপনে। বেটিদের জন্য আর কিছুই থাকে না।”

এদিন, বাংলার বিভিন্ন সরকারি প্রকল্পের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। দেশের মধ্যে সেরা রাজ্য বাংলা। সেখানে ৪০ শতাংশ বেকারি কমেছে বলে দাবি করেন মমতা। তিনি জানান, বাংলায় বিনামূল্যে সব ধরনের চিকিৎসা, বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথী, বাড়ি বাড়ি বিনামূল্যে রেশন, কৃষকদের জন্য বছরে ১০ হাজার টাকা আর বর্গাদারদের ৪ হাজার টাকা দেওয়া হয়। কৃষকদের থেকে পুরো ধান কিনে সেটাই রেশন বণ্টন করা হয়। পোলট্রির ডিম কিনে মিড-ডে (Midday Meal) মিলে কাজে লাগানো হয় বলেও জানান মুখ্যমন্ত্রী।

বাংলা সব নির্বাচনী প্রতিশ্রুতি পালন করা হয়েছে। গোয়াতেও ক্ষমতায় আসার ছমাসের মধ্যে সব প্রতিশ্রুতি পালন করা হবে বলে আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন, স্থানীয় ভাষায় তৃণমূলের স্লোগানও বেঁধে দেন নেত্রী।

আরও পড়ুন:Mamata Banerjee: বিজেপি-বিরোধী ভোট ভাগ নয়, একত্রিত করতে এসেছি: গোয়ায় স্পষ্ট বার্তা মমতার

Related articles

বাজেয়াপ্ত করা বিস্ফোরকেই বিস্ফোরণ! জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় আহত অন্তত ৮

দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পাশাপাশি, হরিয়ানা পুলিশ ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police) লাগাতার...

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...
Exit mobile version