Parliament Winter Session 2021: উত্তপ্ত সংসদ চত্বর: সাংসদদের মিছিল, ধর্না

গত বাদল অধিবেশনে বিশৃঙ্খলার অভিযোগ তুলে মোট ১২ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে চলতি শীতকালীন অধিবেশনে (Parliament Winter Session 2021)। এই সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য সংসদের বিরোধী দলের সদস্যরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখালেন আজও। এর কারণে রাজ্যসভা দুপুর ২ টো পর্যন্ত মুলতবি করা হয়। সাংসদরা ‘উই ওয়ান্ট জাস্টিস’- এই স্লোগান দিতে থাকেন।

সংসদের চেয়ারপার্সন এম ভেঙ্কাইয়া নাইডু সাংসদদের আগেই জানিয়েছিলেন, সাংসদদের সাসপেন্ড-এর সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে যদি তারা তাদের কাজের জন্য দুঃখ প্রকাশ করেন।

আরও পড়ুন-BJP: ফের অস্বস্তিতে রাজ্য বিজেপি, রাজ্য নির্বাচন কমিশনের ডাকা বৈঠকে দিব্যি হাজির প্রার্থী!

বিরোধীরা মঙ্গলবার একটি বৈঠকের পরে সিদ্ধান্ত নিয়েছেন যে, লোকসভা এবং রাজ্যসভায় সাসপেন্ডড সাংসদের সমর্থনে গান্ধী মূর্তি থেকে বিজয় চক পর্যন্ত মিছিল করেন৷

কংগ্রেসের ৬ জন, তৃণমূল কংগ্রেস এবং শিবসেনার ২ করে এবং সিপিআই এবং সিপিআই(এম) থেকে ১ জন করে – সংসদে তাদের “অনিয়ম” এর কারণে পুরো শীতকালীন অধিবেশনের (Parliament Winter Session 2021) জন্য থেকে বরখাস্ত করা হয়েছে।

Previous articleAfghanistan cricket: মার্চ মাসে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে আফগানিস্তান, জানাল আফগান ক্রিকেট বোর্ড
Next articlePoonch: নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ, পুঞ্চে এনকাউন্টারে খতম সন্ত্রাসবাদী