স্বাধীনতা দিবসের আগেই গগনযান মিশন, ইসরোর উদ্যোগে মহাকাশে যাবে মানুষ

৭৫তম স্বাধীনতা দিবসের(Indipendent day) আগেই মহাকাশের উদ্দেশ্যে রওনা দেবে ভারতের বহু প্রতীক্ষিত মানব মিশন গগনযান

৭৫তম স্বাধীনতা দিবসের(Indipendent day) আগেই মহাকাশের উদ্দেশ্যে রওনা দেবে ভারতের বহু প্রতীক্ষিত মানব মিশন গগনযান(gaganyaan)। যদিও তারা আগে দুটি মানবহীন যান মহাকাশে পাঠানোর পরিকল্পনা রয়েছে মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর(ISRO)। বুধবার এই তথ্য সংসদে প্রকাশ্যে এনেছেন মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং(Jitendra Singh)।

সংসদে ভারতের এই বিশাল উদ্যোগ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের কারণে প্রথম মানব মিশন শুরু করতে কিছুটা দেরি হয়েছে। লকডাউনের জেরে কাঁচামাল আনার ক্ষেত্রে বিঘ্ন ঘটেছে। একাধিক ক্ষেত্রে হার্ডওয়ার পেতে সমস্যা দেখা দিয়েছিল। তবে সব সমস্যা পেরিয়ে গগনযান মিশন তম স্বাধীনতা দিবসের আগেই সম্পন্ন করার লোক নেওয়া হয়েছে। এই মিশনের চূড়ান্ত পর্বের আগে দুটি মানববিহীন যান মহাকাশে পাঠানো হবে।

আরও পড়ুন:বাংলার শিল্পপতিদের মোদির রাজ্যে নিয়ে যেতে কলকাতায় পদযাত্রা গুজরাটের মন্ত্রীর

সংসদে যেদিন কেন্দ্রীয় মন্ত্রী জানান গগনযানের লক্ষ্যে প্রথম পরীক্ষামূলক মানববিহীন যান মহাকাশে পাঠানো হবে আগামী বছরের দ্বিতীয়ার্ধে। এরপর ধাপে ধাপে দ্বিতীয় মানবহীন যান এবং প্রথম মানব মিশন সম্পন্ন হবে। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, গত পাঁচ বছরে ইসরোর উদ্যোগে ২৭ টি স্যাটেলাইট মিশন এবং ২৫ টি পরীক্ষামূলক যান সফলভাবে মহাকাশে পাঠানো হয়েছে।

Previous articleSc EastBengal: ‘দুই দলের কাছে এটি সমানে-সমানে লড়াই’, নর্থইস্টের বিরুদ্ধে নামার আগে বললেন লাল-হলুদ কোচ মানোলো দিয়াজ
Next articleMamata Benarjee: কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি: উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী বললেন, “বাংলাকে বিশ্বসেরা করব”