KMC Elections: কলকাতার পুরভোটে বিচ্ছিন্ন অশান্তি, বোমার আঘাতে গুরুতর জখম ১ ভোটার

চলছে ভোটগ্রহণ পর্ব

বিক্ষিপ্ত অশান্তি ছাড়া নির্বিঘ্নেই চলছে কলকাতা পুরভোট (KMC Elections)। শিয়ালদহে টাকি স্কুলের সামনে এবং বেলেঘাটায় (Beleghata) ৩৬ নম্বর ওয়ার্ডে খান্না হাইস্কুলের সামনে বোমাবাজির অভিযোগ। গুরুতর জখম হয়েছেন একজন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। বিশাল পুলিশবাহিনী খান্না হাইস্কুলের সামনে রয়েছে। কীভাবে ঘটল বোমবাজির ঘটনা, রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। এদিকে সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়েছে ১৮.৫১ শতাংশ। দুপুর ১২ টা পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে।

অন্যদিকে, নির্বাচন কমিশনে যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল। তাদের অভিযোগ, স্বাভাবিক ভোট (KMC Elections) প্রক্রিয়া ব্যাহত হচ্ছে, মানুষকে ভয় দেখানো হচ্ছে। সকালেই টুইটারে ভোটে অনিয়মের অভিযোগ তোলেন বিজেপি নেতা অমিত মালব্য।

আরও পড়ুন-হাসপাতাল দখল করে বিজেপির বেআইনি বিরিয়ানি মোচ্ছব, হাতেনাতে ধরে ফেললেন এলাকাবাসী

কলকাতায় ১৪৪ ওয়ার্ডে মোট বুথ সংখ্যা ৪ হাজার ৯৫৯টি। ভোট কেন্দ্রের সংখ্যা ১ হাজার ৬৭০। এর মধ্যে স্পর্শকাতর বুথের সঙ্খ্যা ১হাজার ১৩৯ টি। পুরভোটে নিরাপত্তার দায়িত্বে কলকাতা পুলিশ। রয়েছে সাড়ে ২৩ হাজার পুলিশ কর্মী। প্রতি ভোটগ্রহণ কেন্দ্রে একজন সাব ইন্সপেক্টর বা অ্যাসিট্যান্ট সাব ইন্সপেক্টরের নেতৃত্ব ২-৪ জন সশস্ত্র পুলিশ কর্মী মোতায়েন রয়েছেন।

Previous articleহাসপাতাল দখল করে বিজেপির বেআইনি বিরিয়ানি মোচ্ছব, হাতেনাতে ধরে ফেললেন এলাকাবাসী
Next articleকাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম ১ জইশ জঙ্গি