Night Bus Service:বড়দিনের বড় উপহার! রাতের কলকাতায় ফের মিলবে বাস পরিষেবা

বড়দিনে বড় উপহার। ফের চালু হতে চলেছে নাইট বাস সার্ভিস। আগামী ২৩ ডিসেম্বর থেকেই চালু হচ্ছে পরিষেবা৷ আপাতত হাওড়া, গড়িয়া, বারাসত এবং জোকা থেকে সারারাত মিলবে বাস পরিষেবা৷

আরও পড়ুন:Firhad Hakim: বিজেপি কমে বামের ভোট বাড়াকে শুভলক্ষণ বললেন ফিরহাদ হাকিম

যাত্রীদের সুবিধার্থেই চালু হয়েছিল নাইট বাস সার্ভিস৷ গভীর রাতে যাতায়াতের সুবিধার জন্য এই পরিষেবা চালু করেছিল পরিবহণ দফতর৷ যাত্রীদের থেকেও ভাল সাড়া মিলেছিল৷ রাতে বাড়ি ফেরার জন্য হোক বা জরুরি প্রয়োজনে যাতায়াত, শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলি থেকে মিলত সরকারি বাস।

দীর্ঘদিন অতিমারি পর্বের কারণে নাইট বাস সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। তবে বড়দিনে, বর্ষশেষের রাত এবং বর্ষবরণের দিন ভিড় জমবে শহরের আনাচে-কানাচে।তাই শহরবাসীর কথা মাথায় রেখেই পরিষেবা ফের চালু করা হল বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।

পরিবহণ মন্ত্রী আরও জানিয়েছেন, করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে দূরপাল্লার বাসের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন পরিষেবাও শুরু হবে৷ যাতে দূরপাল্লার বাস থেকে নেমে শহরের অন্যত্র পৌঁছতে বাস পান যাত্রীরা৷ পরিবহন দফতরের এই ব্যবস্থায় খুশি রাজ্যবাসী।

Previous articleKolkata Municipal Vote: কলকাতা পুরভোটে সবুজ ঝড়ে উড়লে গেল বিরোধীরা
Next articleKMC Election: আসন ২ হলেও ভোট শতাংশে বিজেপিকে টক্কর দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল বাম