KMC Election: আসন ২ হলেও ভোট শতাংশে বিজেপিকে টক্কর দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল বাম

সেখানে ৬৫ টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা। এখনো পর্যন্ত বিজেপি রয়েছে ৪৮ টি আসনে দ্বিতীয় স্থানে। ১৬ টি আসনে দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস।

শূন্য থেকে কামব্যাক করল রাজ্য বামফ্রন্ট(left front)। লোকসভা নির্বাচন ও বিধানসভা নির্বাচনে রাজ্যে বামেদের প্রাপ্ত ভোটের হার যা ছিল তার থেকে কলকাতা পুরসভা নির্বাচনে(Kolkata municipal election) এবার বেশ কিছুটা ভালো ফল করল তারা। মঙ্গলবার নির্বাচনী ফল প্রকাশে দুপুর একটা পর্যন্ত প্রাপ্ত হিসেব অনুযায়ী তৃণমূলের ভোট শতাংশ ৭২.২। অন্যদিকে বামেরা পেয়েছে ১১.৭ শতাংশ ভোট। আর সেই অনুযায়ী কলকাতা পুরো ভোটে তৃণমূলের(TMC) পর দ্বিতীয় স্থানে উঠে এল বামেরা। পাশাপাশি বিজেপি(BJP) পেয়েছে ৮.৯৫ শতাংশ ভোট, কংগ্রেস পেয়েছে ৪.৪৭ শতাংশ ভোট।

শুধু তাই নয়, নির্বাচন কমিশনের রিপোর্ট বলছে ১৪৪ টি আসনের মধ্যে এখনো পর্যন্ত যে কয়টি আসনে ফলাফল প্রকাশ্যে এসেছে সেখানে ৬৫ টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা। এখনো পর্যন্ত বিজেপি রয়েছে ৪৮ টি আসনে দ্বিতীয় স্থানে। ১৬ টি আসনে দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস। পাশাপাশি নির্দল পাঁচটি আসনে দ্বিতীয় স্থানে রয়েছে। সেই হিসেবে বলাই যায় অতীতের রক্তক্ষরণ কলকাতা পুরসভা নির্বাচনে কিছুটা হলেও কাটিয়ে উঠেছে বামেরা। বিধানসভা থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়া বামেদের ভোট শতাংশের নিরীখে দ্বিতীয় স্থান ধরে রাখতে পারায়, আমজনতাকে ধন্যবাদ জানিয়েছেন বর্ষীয়ান বাম নেতা রবীন দেব।

আরও পড়ুন:‘সবুজ ঝড়ে’ ধুয়েমুছে সাফ বিরোধিরা, পুরভোটে মাত্র ২ আসনে জয় পেয়ে মুখরক্ষা কংগ্রেসের

উল্লেখ্য, ২০১৫ সালে কলকাতা পুরসভা নির্বাচনে বামেদের প্রাপ্ত আসন ছিল ১৫ টি। সেই জায়গায় এবারের কলকাতা পুরসভা নির্বাচনে বামেদের প্রাপ্ত আসন মাত্র দুটি। ১১ নম্বর বোরোর ১০৩ নম্বর ওয়ার্ডে জয়লাভ করেছেন সিপিআইএম প্রার্থী নন্দিতা রায়। রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ৯২ ভোটে জয়লাভ করেন তিনি। পাশাপাশি ৯২ নম্বর ওয়ার্ডে সিপিআই প্রার্থী মধুছন্দা দেব জয়ী হয়েছেন ৩৪০০ ভোটে। ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে সিপিএমের সাফল্যের মুখ এই দুই জন‌।

Previous articleNight Bus Service:বড়দিনের বড় উপহার! রাতের কলকাতায় ফের মিলবে বাস পরিষেবা
Next articleCSA: ভারতের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা প্রোটিয়া শিবিরে, চোটের কারণে ছিটকে গেলেন আনরিখ নর্টজে