Friday, November 14, 2025

সামনে নামানো রয়েছে সারি সারি খাবারের প্লেট। টিভিতে ফুটবল ম্যাচ দেখতে ব্যস্ত বিগ বি। সেই ছবিই নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। সেই ছবিতে দেখা যাচ্ছে সদাব্যস্ত বিগ বি তাঁর ব্যস্ত কাজের শিডিউলের মাঝেই নিজের জন্য় কিছুটা সময় বের করেছেন। সেই সময়েই ফুটবল ম্যাচ দেখছেন তিনি। তার সঙ্গে চলছে ফাস্টফুডও। সেখানে রয়েছে পাস্তা, গার্লিক ব্রেড, ফ্রেঞ্চ ফ্রাইস সঙ্গে এক বিশেষ ধরনের সস, নাগিন সস (nagin sauce)।

ছবির ক্যাপশনে বিগ বি লিখেছেন, ‘অনেক দিন পর কাজের থেকে ব্রেক নিয়েছি। প্রিমিয়ার লিগ ফুটবল, পাস্তা, ফ্রেঞ্চ ফ্রাই, গার্লিক ব্রেড… এবং নাগিন সস…!! আহা… ছটফট করছিলাম এটার জন্য’। তিনি আরও লেখেন, ‘দেখার মতো’।

 

অমিতাভের সেই সসেই মজেছে নেটদুনিয়া। কী এই নাগিন সস, তা নিয়ে আগ্রহের শেষ নেই নেটিজেনদের। অনেকেই জানতে চেয়ে কমেন্ট করেছেন বিগ বি-র পোস্টে। তবে বেশ কয়েকজন অনুরাগীর প্রশ্নে জাবাবও দিয়েছেন তিনি। এক নেটিজেন লিখেছেন, তিনি সসটা অবশ্যই চেখে দেখতে চান। তার পালটা জবাবে অমিতাভ বচ্চন লেখেন, ‘খেতে দুর্দান্ত, বিভিন্ন রকমের জিনিস দিয়ে তৈরি’। খেতে কেমন, অপর আর এক ব্যক্তির প্রশ্নের জবাবে তিনি লেখেন, ‘সুপার সস’।

কিন্তু কী এই নাগিন সস? প্রধানত ঝাল লঙ্কা দিয়েই তৈরি করা হয় নাগিন সস। বিগ বি-র সামনে যে সস রাখা রয়েছে তা তৈরি হয়েছে কেরালার কান্থারি লঙ্কা থেকে। কান্থারি লঙ্কার পাশাপাশি এই সসে আছে পেঁয়াজ, ভেজিটেবল ওয়েল, গার্লিক, ভিনিগার, আদা, নুন ও চিনি। ২৩০ গ্রাম এই সসের বোতলের দাম মাত্র ২৫০ টাকা।

আরও পড়ুন- KMC Mayor: কলকাতা পুরসভায় মেয়র ফের ফিরহাদ হাকিম, একাধিক ডেপুটি মেয়র?

Related articles

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...

রায় দেখে পদক্ষেপ: মুকুল-প্রসঙ্গে মন্তব্য স্পিকারের, কাগজে-কলমে বিজেপির বিধায়ক কমেছে- বললেন কুণাল

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা। বুধবার কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্য বিধানসভার...

পার্থর গোপন ভয়েস ক্লিপ আছে! কার সঙ্গে? বিস্ফোরক তথ্য দিলেন বৈশাখী

জয়িতা মৌলিক "শোভন-বৈশাখী হতে গেলে অনেক আগুনের মধ্যে দিয়ে যেতে হবে। ওটা ওতো সহজ নয়। শোভন নিজের বান্ধবীর দিকে...
Exit mobile version