Wednesday, December 3, 2025

TMC Meeting: আজই কলকাতা পুরসভার মেয়রের নামের আনুষ্ঠানিক ঘোষণা

Date:

Share post:

কলকাতা পুরসভার মেয়র কে হবেন তা ঠিক করতে আজ মহারাষ্ট্র নিবাস হলে পুরভোটে জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Bandopadhyay )। বৈঠকে কয়েকজন সাংসদ, বিধায়ক-সহ শীর্ষ স্থানীয় নেতাদেরও থাকার কথা রয়েছে। দুপুর ২টোয় নাম ঘোষণার সম্ভাবনা। তার আগে এদিন সকালে মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে গিয়ে দেখা করেন ফিরহাদ হাকিম। বেশি কিছুক্ষণ সেখানে ছিলেন তিনি।

সূত্রের খবর, ফিরহাদেই আস্থা তৃণমূল নেত্রীর। ফের মেয়র পদে বসতে চলেছেন ববি। ডেপুটি মেয়র হতে পারেন অনেকেই। দুজনের নাম ইতিমধ্যেই শোনা গিয়েছে। একজন দেবাশিস কুমার (Debashis Kumar), অন্যজন অতীন ঘোষ (Atin Ghosh)। মালা রায় (Mala Ray) হচ্ছেন চেয়ারপার্সন। তবে, ডেপুটি মেয়র পদে আরও মহিলা প্রার্থীদের আনা হতে পারে বলে সূত্রের খবর। তৃণমূলের হেভিওয়েট নেতা, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিমের হাত ধরে পরিবর্তন হয়েছে কলকাতা পুরসভার। পুর পরিষেবার সুফল পেয়েছেন কলকাতাবাসী। আর তারই ফল এবারের পুরভোটে পেয়েছে দল। সঙ্গে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার। যেভাবে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি ভোট-পূর্ব প্রতিশ্রুতি পালন করেছেন তাতে এবার কলকাতা পুরসভাতে তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন নাগরিকরা। তৃণমূলকে আশীর্বাদের ঝুলি উপুড় করে দিয়েছেন। তাঁদের সেই আস্থাটাই এখন কলকাতা পুরসভার কাছে বড় চ্যালেঞ্জ। সেই কারণেই দায়িত্বশীল হাতে গুরুভার তুলে দিতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও ভরসাযোগ্য প্রার্থীদের বসিয়ে পরিষেবার উন্নতি ঘটাতে চাইছেন মমতা।

spot_img

Related articles

সোনালিকে ফেরাতে সুপ্রিম-নির্দেশ: বাংলা বিরোধীদের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা

বুধবারই কেন্দ্রের স্বৈরাচারী বাঙলা বিরোধী সরকারের মুখে ঝামা ঘষে বীরভূমের বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালি খাতুন ও তাঁর নাবালক সন্তানকে...

রায়পুরে ঋতুর ক্যারিশমা, বিরাট ইনিংসে দিশেহারা দক্ষিণ আফ্রিকা

রায়পুরে রাজকীয় শতরান ঋতুরাজের (Rituraj Gaikwad),ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে অপ্রতিরোধ্য বিরাট (Virat Kohli)। সাউথ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে-তে...

চালাকি করে SIR করেছে অমিত শাহ! তীব্র আক্রমণ মমতার, আশ্বাস দেন “বাংলা ডিটেনশন ক্যাম্প হবে না”

বাংলায় তাড়াহুড়ো করে এসআইআর (SIR) চালু করা হয়েছে। এর জন্য দায়ী অমিত শাহ (Amit Shah)। বুধবার, মালদহের গাজোলে...

চিনে অনুষ্ঠিত বিশ্ব স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে বাংলার চার কন্যাশ্রী

ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্টস ফেডারেশনের (International School Sports Federation) পরিচালনায় অনূর্ধ্ব ১৫ বছর বয়সের মহিলাদের ওয়ার্ল্ড স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে...