Thursday, December 25, 2025

TMC Meeting: আজই কলকাতা পুরসভার মেয়রের নামের আনুষ্ঠানিক ঘোষণা

Date:

Share post:

কলকাতা পুরসভার মেয়র কে হবেন তা ঠিক করতে আজ মহারাষ্ট্র নিবাস হলে পুরভোটে জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Bandopadhyay )। বৈঠকে কয়েকজন সাংসদ, বিধায়ক-সহ শীর্ষ স্থানীয় নেতাদেরও থাকার কথা রয়েছে। দুপুর ২টোয় নাম ঘোষণার সম্ভাবনা। তার আগে এদিন সকালে মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে গিয়ে দেখা করেন ফিরহাদ হাকিম। বেশি কিছুক্ষণ সেখানে ছিলেন তিনি।

সূত্রের খবর, ফিরহাদেই আস্থা তৃণমূল নেত্রীর। ফের মেয়র পদে বসতে চলেছেন ববি। ডেপুটি মেয়র হতে পারেন অনেকেই। দুজনের নাম ইতিমধ্যেই শোনা গিয়েছে। একজন দেবাশিস কুমার (Debashis Kumar), অন্যজন অতীন ঘোষ (Atin Ghosh)। মালা রায় (Mala Ray) হচ্ছেন চেয়ারপার্সন। তবে, ডেপুটি মেয়র পদে আরও মহিলা প্রার্থীদের আনা হতে পারে বলে সূত্রের খবর। তৃণমূলের হেভিওয়েট নেতা, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিমের হাত ধরে পরিবর্তন হয়েছে কলকাতা পুরসভার। পুর পরিষেবার সুফল পেয়েছেন কলকাতাবাসী। আর তারই ফল এবারের পুরভোটে পেয়েছে দল। সঙ্গে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার। যেভাবে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি ভোট-পূর্ব প্রতিশ্রুতি পালন করেছেন তাতে এবার কলকাতা পুরসভাতে তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন নাগরিকরা। তৃণমূলকে আশীর্বাদের ঝুলি উপুড় করে দিয়েছেন। তাঁদের সেই আস্থাটাই এখন কলকাতা পুরসভার কাছে বড় চ্যালেঞ্জ। সেই কারণেই দায়িত্বশীল হাতে গুরুভার তুলে দিতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও ভরসাযোগ্য প্রার্থীদের বসিয়ে পরিষেবার উন্নতি ঘটাতে চাইছেন মমতা।

spot_img

Related articles

বিশ্বকাপ জিতিয়েও খেলরত্নে ব্রাত্য হরমনপ্রীত-স্মৃতি, প্রশ্নের মুখে বিসিসিআইয়ের ভূমিকা

অর্জুনের মতোই খেলরত্নের (Khel Ratna Awarded ) তালিকায় নাম নেই কোনও ক্রিকেটারের। কিন্তু চলতি বছরেই ভারতীয় মহিলা ক্রিকেট...

ইকো পার্ক থেকে চিড়িয়াখানা, বড়দিনে শহর জুড়ে বিনোদন পার্কে উপচে পড়া ভিড়

ক্রিসমাসের আনন্দে (Christmas Celebration) মেতে উঠেছে বাংলা। জেলা থেকে রাজ্য সর্বত্র একই ছবি। শীতকালীন উৎসবের মরশুমে কলকাতার বিনোদন...

কনিষ্ঠকন্যার পর আগুনে ঝলসে মৃত্যু বিএনপি নেতার জ্যেষ্ঠকন্যারও

দিন কয়েক আগে বাংলাদেশে (Bangladesh) উন্মত্ত জনতার রোষে আগুনে ঝলসে মৃত্যু হয় বিএনপি নেতার সাত বছরের শিশুকন্যার। বুধবার...

পার্ক স্ট্রিটকে টক্কর দিঘার! বড়দিনে আলো আর লেজার শো-তে জমজমাট সৈকত শহর

বড়দিন মানেই আনন্দ। পার্ক স্ট্রিটের (Park Street) আলোকসজ্জা। পিকনিক। চিড়িয়াখানায় হুল্লোড়। তবে এবার তিলোত্তমাকে (Kolkata) রীতিমতো টক্কর দিচ্ছে...