Thursday, December 25, 2025

Weather Forecast: পশ্চিমী ঝঞ্ঝার কাঁটা! বঙ্গে কমছে ঠান্ডা

Date:

Share post:

কয়েক দিন কাঁপুনি ধরানোর পর বুধবারের মত বৃহস্পতবিারও কিছুটা বাড়ল তাপমাত্রা ।বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক দিনে তা আরও কিছুটা বাড়তে পারে। যার জেরে বড়দিনের সময় স্বাভাবিকের থেকে বেশি থাকতে পারে তাপমাত্রা। মাসের শেষ সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরেও উঠে যেতে পারে।

আরও পড়ুন:Omicron:রাজ্যেও ওমিক্রনের হানা, বিদেশ থেকে আগত ২ জনের শরীরে মিলল নয়া ভ্যারিয়েন্টের হদিশ

গত কয়েক দিনে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শীতের দাপটের অন্যতম কারণ ছিল উত্তর-পশ্চিম ভারতে প্রবল শৈত্যপ্রবাহ। ওই এলাকা থেকে কনকনে ঠান্ডা বাতাস বয়ে আসছিল বাংলায়। যার জেরে হু হু করে কমেছে তাপমাত্রা। তবে গত দুদিন ধরে পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা বাড়ছে । মৌসম ভবন জানিয়েছে, কাশ্মীরে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। তার জেরে সেখানে বৃষ্টি এবং তুষারপাত হবে। তাপমাত্রা বাড়ছে পঞ্জাব, হরিয়ানাতেও। ঝঞ্ঝা এলে উত্তুরে হাওয়া বাধা পায়। তার জেরে মধ্য এবং পূর্ব ভারতে ঠান্ডা কমে। এর ফলে বাংলাতেও শীতের কনকনানি আগামী কয়েক দিনে কমে যাবে। তবে ঝঞ্ঝা বিদায় নিলে উত্তুরে হাওয়া বাধাহীনভাবে বইতে শুরু করবে। তখন তাপমাত্রা ফের কমতে পারে বলে মনে করছেন আবহবিদেরা।

 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী তিন থেকে চারদিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে।আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না। রাতের তাপমাত্রাও একই থাকবে।


spot_img

Related articles

বাংলাদেশে ফিরল তারেক-কন্যার পোষ্য ‘জেবু’

প্রায় ১৭ বছর পর নির্বাসিত জীবন কাটিয়ে নিজের বাংলাদেশে (Bangladesh) ফিরেছেন BBP চেয়ারম্যান তারেক রহমান (Tarek Rahman)। তারেকের...

স্থান পেলেন না কোন ক্রিকেটার, অর্জুনের তালিকায় উজ্জ্বল তিন বঙ্গ কন্যা

বছর শেষ হতে হাতে বাকি মাত্র কয়েকটা দিন। এরই মধ্যে চর্চায় জাতীয় ক্রীড়া পুরস্কারের তালিকা । কেন্দ্রের নির্বাচক...

প্রকাশ্য রাস্তায় খুন শিক্ষক, যোগী রাজ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

যোগী রাজ্য উত্তরপ্রদেশে (Uttar pradesh) মর্মান্তিক মৃ্ত্যু স্কুল শিক্ষকের।  হাঁটতে বেরিয়েছিলেন সহকর্মীদের সঙ্গে কিন্তু এর মাঝেই আততায়ীদের গুলিতে...

বাসন্তীতে বিস্ফোরণ, খড়িমাচান এলাকায় বোমা ফেটে গুরুতর জখম ১ শিশু!

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েতে খড়িমাচান এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক...