Saturday, November 1, 2025

ওমিক্রন সামলাতে কড়াকড়ি থাক, কিন্তু লকডাউন নয়

Date:

Share post:

মৃত্যুঞ্জয় পাল: টিভিতে খবরের চ্যানেলগুলো চালালে, ফেসবুকের ডিজিটাল চ্যানেল, প্রিন্ট মিডিয়া সব জায়গাতে ওমিক্রন, ওমিক্রন আর ওমিক্রন(Omicron)। আগামীকালের থেকে আজকের দ্বিগুণ সংক্রমণ। রাজ্য সরকার(State government) কড়াকড়ি করছে না এখনো। কোনো পদক্ষেপ গ্রহণ করছে না ইত্যাদি ইত্যাদি। নিশ্চয়ই খবর দেখান ওমিক্রন নিয়ে খবর করুন। কিন্তু তার সাথে সাথে মানুষ এবং সরকারকে ভীত সন্ত্রস্ত করে তুলবেন না।

ওমিক্রণ নিয়ে যতট জানলাম, বুঝলাম সংক্রমণের হার ডেল্টার চেয়ে বেশি। হয়তো খুব শীঘ্রই গোষ্ঠী সংক্রমণ হবে। তবে তার মানে এই নয় যে মানুষ সবকিছু ছেড়ে ঘরে বসে থাকবে। ওমিক্রনের সংক্রমণের হার নিশ্চয়ই বেশি কিন্তু এটাও লক্ষণীয় যে যারা সংক্রামিত হচ্ছে তাদের হাসপাতালে ভর্তির সংখ্যা তুলনামূলক কম। ওমিক্রন নাইজেরিয়াতে প্রথম ধরা পড়ে এবং তাদের সমস্ত তথ্য যদি আপনি লক্ষ্য করেন দেখেতে পাবেন যে ১ লাখে ৫০০ জন হাসপাতালে ভর্তি হচ্ছে। তার মধ্যে ২৫০ জন অন্য রোগ নিয়ে ভর্তি হচ্ছে। যখন করোনা টেস্ট হচ্ছে তখন ধরা পরছে ওমিক্রন আছে। র্তির হার ৪.৫% আর ডেল্টাতে ২১.২%। অর্থাৎ ওমিক্রনে সিভিরিয়াটি খুব কম। ডেল্টার তুলনায় মৃত্যুর হার ৯০-৯৬% কম। তাহলে লকডাউনের প্রশ্ন আসছে কেন? যারা লকডাউন হলে খবর করে রোজগার করবে, ঘরে বসে বেতন পাবে তাদের ব্যাপার আলাদা।

অসংখ্য সাধারণ মানুষের কি হবে? যারা অসংঘটিত সেক্টরে কাজ করে,তাদের কি হবে? আমার মতো যারা এই করোনা কালেও ঝুঁকি নিয়ে নতুন ব্যবসা শুরু করেছে, তাদের কি হবে? এরপরে লকডাউন হলে আমাদের সবাইক পরিবার নিয়ে আত্মহননের পথ বেছে নিতে হবে। ইতিমধ্যেই ভারতে কমপক্ষে ১২.২ কোটি মানুষ কাজ হারিয়েছে করোনার জন্য।

আরও পড়ুন: জোট করুন মেয়েকে মন্ত্রী করব: মহারাষ্ট্রে সরকার ফেলতে পাওয়ারকে প্রস্তাব দিয়েছিলেন খোদ মোদি

সরকারের কাছে আমার আবেদন এই যে রোজ ১ লাখ সংক্রমণ হলেও দয়া করে লকডাউন করবেন না। কিছু নিয়মে কড়াকড়ি আনুন। তবে লকডাউন নয়।আমাদের এটা মাথায় রাখতে হবে যে ওমিক্রনের ফলে যত মানুষ মারা যাবে তার চাইতে অনেক বেশি মানুষ ডাইরিয়াতে মারা যায়। WHO র তথ্য বলছে শুধু ডাইরিয়াতে ৫২৫০০০ বাচ্চা মারা গেছে এই বছর।WHO র তথ্য আরো বলছে এই বছর টিবিতে মারা গেছে ১৫ লক্ষ মানুষ। তাহলে ওমিক্রনের জন্য এত বাড়াবাড়ি রকমের ভয় দেখানো কেন?

করোনাকে আমাদের স্বাভাবিক ইনফ্লুয়েঞ্জার মতো নিয়েই বেঁচে থাকতে হবে। কিছু মানুষ নিশ্চয়ই মারা যাবে। সেতো সব অসুখেরই একটা মৃত্যুর হার আছে।এরপরেও যদি লকডাউন হয় তাহলে সরকারের কাছে অনুরোধ, লকডাউন করার আগে একটা বিষাক্ত গ্যাস চেম্বারে ঢুকিয়ে আমাদের মেরে ফেলুন।
ইতি,
একজন সাধারণ নাগরিক
মৃত্যুঞ্জয় পাল

spot_img

Related articles

বাতিল হয়েছে ঐতিহ্যশালী ক্লাবের সদস্যপদ! জেমাইমার পরিবারের অজানা কাহিনী

রবিবার মুম্বইতে মহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ে ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসার নাম  জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues)। সেমিফাইনালে তাঁর...

বাংলাদেশে পাঠানো সোনালি একজন ভারতীয়: এবার প্রমাণ করল নির্বাচন কমিশনের নথি

বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন আদতে ভারতেরই নাগরিক। এবার সেটা প্রমাণ করল খোদ নির্বাচন কমিশনের ভোটার...

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women's World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন...

ফেডারেশন অব ওয়ার্ল্ড অ্যাকাডেমিকস-এর সম্মেলনে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সমিত রায়

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডামাস ইউনিভার্সিটির (Adamas University) চ্যান্সেলর প্রফেসর ড. সমিত রায় (Samit Ray)। ২০২৫ সালের ফেডারেশন...