Sunday, May 4, 2025

Covid-19: করোনা মোকাবিলায় কী কী বিধিনিষেধ রাজ্যে, ঘোষণা করতে চলেছে নবান্ন

Date:

Share post:

ওমিক্রন আতঙ্কে ফের লকডাউনের সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই। ইতিমধ্যেই বহু রাজ্যে দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কায় নানা বিধিনিষেধের পথে হাঁটছে। এই পরিস্থিতিতে কিছু বিধিনিষেধ চালু করতে পারে রাজ্য। সূত্রের খবর, রবিবার নবান্নে একটি বৈঠক করেন স্বাস্থ্য দফতরের কর্তারা। সেখানেই সম্ভাব্য বিধিনিষেধ নিয়ে আলোচনা হয়। জানা গিয়েছে, সোমবার থেকেই নতুন নির্দেশিকা জারি করতে পারে নবান্ন।রবিবার বিকেলেই বিধিনিষেধের বিষয়ে চূড়ান্ত ঘোষণা করতে পারেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

আরও পড়ুন:Covid Report India: একলাফে ২১ শতাংশ বাড়ল দেশের করোনা সংক্রমণ, ওমিক্রন আক্রান্তের সংখ্যা হাজার পার

করোনা মোকাবিলার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ইঙ্গিত দিয়েছিলেন, প্রয়োজন ফের ‘কঠোর’ হতে হবে প্রশাসনকে। আর এই প্রেক্ষিতে রবিবার দুপুর তিনটের সময় রাজ্যের মুখ্য সচিব সাংবাদিক বৈঠক করতে চলেছেন।

ইত্যিমধ্যেই সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় দুয়ারে সরকার কর্মসূচি স্থগিত করা হয়েছে। বাতিল হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের স্টুডেন্টস ডে উদযাপনও। এমনকী, কলকাতা হাই কোর্ট-সহ রাজ্যের সমস্ত আদালতে ভারচুয়ালি শুনানি শুরু নির্দেশ দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে রাজ্যে বিধিনিষেধ কার্যকর করার বিষয়ে সোমবার নবান্নে বৈঠক হওয়ার কথা ছিল। মনে করা হচ্ছিল, বৈঠক শেষেই এ নিয়ে ঘোষণা করা হবে। কিন্তু তার আগে রবিবারই সাংবাদিক বৈঠকের কথা জানালেন মুখ্যসচিব।

সূত্রের খবর, লোকাল ট্রেন চলাচল থেকে বিমান যাত্রা- সব ক্ষেত্রেই কড়া নির্দেশিকা মানতে হবে যাত্রীদের। লোকাল ট্রেন আপাতত বন্ধ করার কোনও পরিকল্পনা না থাকলেও কীভাবে লোকালে ভিড় নিয়ন্ত্রণ করা যায়, সেই চেষ্টাই করবে প্রশাসন। এক্ষেত্রে গত বছরের মতো সরকারি ও বেসরকারি অফিসগুলিতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ হতে পারে। সেই সঙ্গে কাজের দিন কমানো সম্ভব কি না, সে পরিকল্পনাও করা হচ্ছে। বিমানযাত্রাও ক্ষেত্রেও জারি হতে পারে কড়া বিধিনিষেধ। বিদেশ তো বটেই, অন্যান্য রাজ্য থেকে আসা যাত্রীদেরও করোনা পরীক্ষা-নিরীক্ষা নিয়ে কড়াকড়ি জারি হবে বলে খবর।

spot_img
spot_img

Related articles

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...

বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন...