ফের রেকর্ড রেকর্ড ব্রেকিং পারফরম্যান্স করোনার (Corona)। গতকাল, সোমবারের তুলনায় মঙ্গলবার রাজ্যে একলাফে কয়েকগুণ বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯,০৭৩ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১৬ জন রোগীর। সুস্থ হয়েছেন ৩,৭৬৮ জন। আজ, মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে এই তথ্য পাওয়া গিয়েছে।

এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৬৪ হাজার ৩০১ জন। পাশাপাশি, এপর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৬ লক্ষ ১৯ হাজার ১৬ জন। মোট মৃত্যুর সংখ্যা ১৯ হাজার ৮১০ জন। অন্যদিকে, বর্তমানে রাজ্যে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৫ হাজার ৪৭৫ জন।

আরও পড়ুন- Gangasagar Mela: ওমিক্রন আবহেও কোভিডবিধি মেনে হবে গঙ্গাসাগর মেলা: ফিরহাদ হাকিম