করোনা (Corona) মুক্ত মেসি ( Messi)। বৃহস্পতিবার এমনটাই জানান হল পিএসজির ( PSG) পক্ষ থেকে। জানা যাচ্ছে বুধবার ব্যক্তিগত বিমানে প্যারিসে সপরিবারে ফিরেছেন আর্জেন্তাইন সুপারস্টার।

গত রবিবারই মেসির করোনায় আক্রান্ত হওয়ার খবর আসে। সেই সময় জানা যায় মেসির সঙ্গেই আক্রান্ত হয়েছিলেন প্যারিস সাঁ জাঁ-র আরও তিন ফুটবলার। এদিন পিএসজির তরফ থেকে জানানো হয়,”লিওনেল মেসির করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। উনি ইতিমধ্যেই প্যারিসে পৌঁছে গিয়েছেন এবং পরবর্তী কিছুদিনের মধ্যেই দলের সঙ্গে যোগ দেবেন।”
তবে মেসির করোনার রিপোর্ট নেগেটিভ এলেও, লিয়ঁর বিরুদ্ধেও মেসি মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে ম্যাচের আগে কতটা অনুশীলন করতে পারবেন, আদৌ পারবেন কি না, সেই বিষয়ে একটা প্রশ্ন রয়েছে। ফলে লিয়ঁর বিরুদ্ধে মেসির মাঠে নামা এখনও নিশ্চিত নয়।

আরও পড়ুন:Atk Mohunbagan: জল্পনার অবসান, এটিকে মোহনবাগানে ফিরলেন সন্দেশ ঝিঙ্গান
