Sunday, May 18, 2025

Abhishek Banerjee: দুমাস বন্ধ থাকুক ভোট-মেলা: মতামত অভিষেকের

Date:

Share post:

আগামী দু’মাস সমস্ত ধর্মীয় অনুষ্ঠান এবং রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখা উচিত বলে আমার ব্যক্তিগত মত। শনিবার, দুপুরে আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের দফতরে প্রশাসনিক বৈঠকের পরে এই মন্তব্য করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। দ্রুত ছড়িয়ে পড়ছে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এই পরিস্থিতিতে ডায়মন্ড হারবারের অবস্থা খতিয়ে দেখতে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন অভিষেক। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, 28 ফেব্রুয়ারি পর্যন্ত ডায়মন্ড হারবারে (Diamond Harbour) কোনও রাজনৈতিক সমাবেশ বা ধর্মীয় সমাবেশ হবে না। কোনও বড় পুজো বা ধর্মীয় সমাবেশ যাবে না। বাড়িতে ছোট করে হতে পারে। কোনও রাজনৈতিক দল সভা-সমাবেশ করতে পারবে না। অভিষেক বলেন, এখন তৃণমূল, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস করার সময় নয়। এখন করোনা মোকাবিলা করতে হবে। মানুষের জীবন, সমাজ বাঁচাতে যা প্রয়োজন তাই করতে হবে। “মানুষের প্রাণ বাঁচলে আগামী দিনের সব আস্তে আস্তে হবে।”

তা হলে গঙ্গাসাগর মেলা কী হবে? এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিযোগ জানান, হাইকোর্টের নির্দেশ মেনে কোভিড বিধি মেনে গঙ্গাসাগর মেলা হবে।

5 রাজ্যে নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে অভিষেক বলেন, এটা নির্বাচন কমিশনের বিষয়ক যেকোনো একটি রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে এই পরিস্থিতিতে নির্বাচন করানো উচিত নয়।

ডায়মন্ডের কাজের জন্য এক গুচ্ছ নির্দেশ দিয়েছেন সাংসদ অভিষেক।

• বাজারে গেলে দুটি করে মাস্ক পরা বাধ্যতামূলক, ক্রেতা-বিক্রেতা দুজনকে দুটো মাস্ক পরতে হবে।

• বাজারে মাস্ক পরা বাধ্যতামূলক। প্রথম সাতদিন বোঝানোর পরেও যদি কেউ মাস্ক না পরেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

• যে এলাকায় সংক্রমণ বেশি সেখানে হোম আইসোলেশন নয়, আইসোলেশন সেন্টার থাকতেই হবে।

• প্রতিটি ওয়ার্ডে, পঞ্চায়েতে একটি করে কন্ট্রোল রুম তৈরি হবে।

অভিষেক বলেন আত্মতুষ্টিতে ভোগার কোনও জায়গা নেই। সবাইকে কোভিড (Covid) বিধি মেনে চলতে হবে। উপসর্গ দেখা দিলে টেস্ট করাতে হবে। অনেকের বাড়িতে বেশি সদস্য থাকেন। সেখানে হোম আইসোলেশন বাস্তবসম্মত নয়। সেক্ষেত্রে কারও করোনা হলে, তাঁকে আইসোলেশন সেন্টারে (Isolation Centre) গিয়ে থাকতেই হবে।

অভিষেক জানান, তাঁর এই গাইডলাইন শুধুমাত্র ডায়মন্ডহারবারের জন্য। তবে, অন্যান্য লোকসভাগুলি গাইডলাইন মেনে চলুন, এই আবেদন জানান ডায়মন্ড হারবারের সাংসদ।

Abhishek thinks that all religious and political ceremonies should be stopped for the next two months

spot_img

Related articles

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...

হরপ্রীত ব্রারের দুরন্ত স্পেলেই প্লেঅফ পাকা পঞ্জাব কিংসের

শ্রেয়স আইয়ারের(Shreyas Iyer) বদলে ইমপ্যাক্ট ক্রিকেটার হরপ্রীত ব্রার(Harpreet Brar)। আর সেটাই যে এদিন পঞ্জাব কিংসের(PBKS) মাস্টার স্ট্রোক ছিল...

প্রস্তুতি তুঙ্গে! সোমে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী 

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, ১৯ মে বিকেলে বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। এরপর সড়কপথে রওনা...

দলনেত্রী রাজ্যসভার সদস্য করতে চেয়েছিলেন: রাজ্য সভাপতি দ্বন্দ্বের জবাব কেষ্টর

তৃণমূল রাজ্য নেতৃত্ব প্রত্যেক সাংগঠনিক জেলার নেতৃত্ব নির্বাচন করেছেন। সেখানেই ২০২৬ নির্বাচনের আগে বিরোধীদের পায়ের তলার জমি সরে...