Tuesday, December 2, 2025

মঞ্চে উঠে বিজেপি বিধায়ককে সপাটে চড় কষালেন প্রবীণ কৃষক নেতা, ভাইরাল ভিডিও

Date:

Share post:

ভরা মঞ্চে বিজেপি বিধায়কের গালে সপাটে চড় কষালেন প্রবীণ কৃষক নেতা(farmer)। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) উন্নাওয়ে(Unnao)। ভিড়ে ঠাসা সভায় এভাবে এক বৃদ্ধের হাতে চড় খেয়ে রীতিমত অপ্রস্তুতে পড়তে হলো বিজেপি(BJP) বিধায়ককে(MLA)। পাশাপাশি রীতিমতো অস্বস্তিতে পড়ে যান অনুষ্ঠানের আয়োজকরা। এরপর তড়িঘড়ি ওই বিধায়ককে মঞ্চ থেকে নামিয়ে দেন পুলিশ এবং অনুষ্ঠানের আয়োজকরা। তবে ততক্ষনে যা হওয়ার হয়ে গিয়েছে ২১ সেকেন্ডের এই চড়ের ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এরপর এই চড়কে হাতিয়ার করে চড়তে শুরু করেছে রাজনীতির রং।

ঘটনাটি ঘটেছে তিনদিন আগে। উন্নাওয়ের বিজেপি বিধায়ক পঙ্কজ গুপ্ত তাঁর বিধানসভা কেন্দ্রে একটি মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠান মঞ্চে অন্য অনেকের সঙ্গে হাতে লাঠি নিয়ে উঠে আসতে দেখা যায় ছত্রপাল নামের ওই কৃষক নেতাকে। বিধায়ক ভেবেছিলেন তাঁকে কিছু বলার জন্য বৃদ্ধ মঞ্চে এসেছেন। কিন্তু বিধায়ক উঠে দাঁড়াতেই বৃদ্ধ সপাটে ‘চড়’ কষান তাঁর গালে! ভিড়ে ঠাসা সভায় আচমকা এমন ঘটনায় অপ্রস্তুত হয়ে যান বিধায়ক। কিন্তু কেন তিনি এ কাজ করলেন সেই রহস্যের সমাধান হয়নি। কারও প্ররোচনায় এ কাজ করেছেন কি না সে বিষয়েও কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। এই ঘটনা নিয়ে সমাজবাদী পার্টির নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেন, ‘‌কৃষক নেতা বিজেপি বিধায়কের গালে চড় মেরেছেন। এটা আসলে ওই বিধায়কের গালে নয়, চড়টা পড়েছে বিজেপি পরিচালিত যোগী সরকারের ব্যর্থ প্রশাসনের গালে।’‌

যদিও পরে ওই বৃদ্ধকেই পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন বিধায়ক পঙ্কজ গুপ্ত। সেখানে বিজেপি বিধায়ক ওই বৃদ্ধকে ‘‌কাকা’‌ সম্বোধনও করে বলেন, “বিরোধীরা প্রমাণ করতে চাইছে যে কৃষকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে। ওই বৃদ্ধ আমার বাবার মতো। এর আগেও এভাবে আমার গাল চাপড়ে দিয়েছেন স্নেহের বশে।”

spot_img

Related articles

রাজ্য থেকে দেশ, SIR নিয়ে কমিশনের ওয়েবসাইট বিভ্রাটে নাজেহাল ভোটার থেকে ভোটকর্মীরা

ভোটার অথৈ জলে বিভ্রান্ত BLO , রাজ্য থেকে দেশ সর্বত্রই মানুষের ভোটাধিকার নিয়ে নির্বাচন কমিশনের ছেলেখেলা অব্যাহত। কয়েকটা...

দক্ষিণের শীত ফেরার পূর্বাভাস, উত্তরে নামল পারদ 

সাগরের সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় আর পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতের চেনা ইনিংসে সামান্য বিরতি এসেছিল বটে, কিন্তু হাওয়া অফিসের...

সুড়ঙ্গে থমকে গেল চেন্নাই মেট্রোর চাকা, আতঙ্ক ছড়ালো যাত্রীদের মধ্যে

মঙ্গলবার সাতসকালে চেন্নাই মেট্রোয় (Chennai Metro) বিভ্রাট। সুড়ঙ্গে হঠাৎ থমকে গেল ব্লু লাইন মেট্রোর চাকা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন...

বোমাতঙ্কের জেরে হায়দরাবাদগামী বিমানের জরুরি অবতরণ মুম্বইয়ে

সাতসকালে বিমানে বোমাতঙ্ক (Bomb Threat), চেন্নাই বিমানবন্দর বিস্ফোরণের কায়দায় ইন্ডিগো বিমান (Indigo Flight) উড়িয়ে দেওয়ার হুমকি পেতেই তড়িঘড়ি...