চির বিদায় নিলেন দেশের প্রাক্তন হকি খেলোয়াড় অসীম গঙ্গোপাধ্যায়

চির বিদায় নিলেন দেশের প্রাক্তন হকি খেলোয়াড় অসীম গঙ্গোপাধ্যায়। রবিবার পরলোক গমন করেন তিনি। শহরের এন্টালি হকি অ্যাকাডেমির সভাপতি ছিলেন এই কিংবদন্তি ।

খেলোয়াড় জীবনে দেশের এবং বাংলার জার্সি গায়ে দাপিয়ে খেলেছিলেন অসীমবাবু। সেই সঙ্গে জাতীয় দলের কোচ এবং বাংলার নির্বাচক হিসেবেও কাজ করেছেন তিনি। ২০২০ সালে তাঁকে ‘ক্রীড়া গুরু’ সম্মান প্রদান করেছিল পশ্চিমবঙ্গ সরকার।

আরও পড়ুন- Kolkata Police: করোনা আবহে যেতে হবে না থানায়, হোয়াটসঅ্যাপে জানান অভিযোগ

তার আগের বছর হকি বেঙ্গলের তরফ থেকে ‘ধ্যাঁনচাদ জীবনকৃতি’ সম্মানিত করেছিল।

 

Previous article‘শুভেন্দুর সঙ্গে কি রাজ্যপালের গোপন প্রেম আছে?’ ধনকড়কে তীব্র কটাক্ষ কল্যাণের
Next articleকাশ্মীরিদের আতিথেয়তায় মুগ্ধ আটকে পড়া পর্যটকরা