IT Returns: বাড়ল ইনকাম ট্যাক্স রিটার্নের সময়সীমা, শেষ তারিখ কবে?

স্বস্তিতে করদাতারা। ফের বাড়ল আয়কর জমার সময়সীমা। ২০২১-২২ অর্থবর্ষে আয়কর জমা করার সময়সীমা ১৫ মার্চ পর্যন্ত বৃদ্ধি করেছে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস।  আগে ৩১ ডিসেম্বরের মধ্যে এই রিটার্ন জমা দেওয়ার কথা ছিল। এবার সেই জমার মেয়াদ বাড়িয়ে ১৫ মার্চ করা হয়েছে। মঙ্গলবার এই ঘোষণা করেছে অর্থমন্ত্রক। ফলে স্বস্তিতে করদাতারা।

মঙ্গলবার আয়কর দফতরের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২১-২২ অ্যাসেসমেন্ট ইয়ারের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ছিল ৩০ নভেম্বর। তা বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়েছিল। পরে তা বাড়িয়ে করা হয়েছিল ৩১ ডিসেম্বর। এবার তা আরও বাড়িয়ে ১৫ মার্চ করা হচ্ছে। এই নিয়ে চলতি বছরে তিনবার আয়কর জমার সময়সীমা বাড়ানো হল। আয়কর দাখিলের সময়সীমা বাড়ানোর পাশাপাশি, সিবিডিটি অডিট রিপোর্ট জমার নির্ধারিত সময়সীমা ১৫ ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত বাড়িয়েছে। মূলত করোনাভাইরাস পরিস্থিতি এবং ই-ফাইলিংয়ের ক্ষেত্রে করদাতারা যে সমস্যার সম্মুখীন হয়েছেন, তা বিবেচনা করেই আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন- গোয়াতেও ভোটপ্রচারের জন্য গান বাঁধল তৃণমূল

Previous articleCovid Test: মডেল ডায়মন্ড হারবার: স্বামীজির জন্মদিনে হবে ৩০ হাজার কোভিড টেস্ট
Next articleকরোনা মোকাবিলায় মডেল ডায়মন্ড হারবার, এবার সাংসদ অভিষেকের প্রশংসায় মুকুল