Tuesday, December 2, 2025

EXCLUSIVE: হঠাৎ গজিয়ে ওঠা প্যাথলজিক্যাল ল্যাবের খামখেয়ালি রিপোর্টে নাজেহাল রোগীরা

Date:

Share post:

বিভিন্ন জায়গায় গজিয়ে ওঠা প্যাথলজিক্যাল ল্যাবরেটরিগুলির খামখেয়ালি রিপোর্টের জন্য জীবন সংকটে পড়তে হচ্ছে রোগীদের। এই ঘটনা ঘটেছে হুগলির (Hoogli) কোন্নগর (Konnogar) কানাইপুরে। হুগলির বাসিন্দা সাংবাদিক সুমন করাতি (Suman Karati) এবং তাঁর স্ত্রী প্রিয়া করাতির (Priya Karati) তিনমাসের পুত্র সন্তান প্রিয়াংশুর (Priyanshu) কয়েকদিন ধরে পেটের সমস্যা হচ্ছিল। যার জন্য করাতি দম্পতি তাকে স্থানীয় চিকিসকের কাছে নিয়ে যান। তার স্টুল টেস্ট পরীক্ষা করানোর কথা বলেন চিকিৎসক। সেইমতো সুমন স্থানীয় দুটি ল্যাবরেটরি থেকে পুত্রের স্টুল টেস্ট করান। কিন্তু দেখা যায় দুটি রিপোর্টের মধ্যে বিস্তর ফারাক। ধন্দে পড়ে যান সুমন। সঙ্গে সঙ্গে তিনি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন। ডাক্তারও রিপোর্ট দেখে বিস্মিত।

সুমনের অভিযোগ, এই সমস্ত প্যাথলজিক্যাল ল্যাবরেটরিগুলি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। এই সমস্ত ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা পরীক্ষাগারগুলির আদৌ আধুনিক পরিকাঠামো আছে কি না সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। এদের ফলে ভুগতে হচ্ছে রোগীর বাড়ির লোকেদের। এই রিপোর্ট নিয়ে কীভাবে চিকিৎসকরা চিকিৎসা করবেন! যদি কোন ভুল-ভ্রান্তি হয় তখন দোষ গিয়ে পরে তাঁদের উপর। সুমনের আবেদন, এই ধরনের ল্যাবরেটরিকে অনুমোদন দেওয়ার আগে ভালোভাবে অনুসন্ধান করা হোক। না হলে এদের কার্যকলাপের ফলে সমস্ত দোষ হয় সরকারের ও চিকিৎসকদের উপর পড়ব। চিকিৎসা করাতে গিয়ে ভুল চিকিৎসার শিকার হতে হচ্ছে রোগীদের। এই ঘটনায় সুমন পুলিশে অভিযোগ জানিয়েছেন সুমন। ক্রেতা সুরক্ষা দফতরের দ্বারস্থ হবেন বলে জানান তিনি।

আরও পড়ুন- বৃহস্পতিবার রাজ্য ও কমিশনের রিপোর্ট পাওয়ার পর পুরভোট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবে হাইকোর্ট

 

 

spot_img

Related articles

বাজেট পরিকল্পনায় ‘দীর্ঘমেয়াদি উন্নয়ন’ জোরদার করতে উদ্যোগ রাজ্যের

আগামী ২০২৬–২৭ অর্থবর্ষের রাজ্য বাজেট এবার রাষ্ট্রসংঘ নির্ধারিত দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যের সঙ্গে আরও বেশি সামঞ্জস্য করে প্রণয়নের উদ্যোগ...

গ্রুপ সি -ডি’তে থাকা ‘অযোগ্য’দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের

গ্রুপ সি ও ডি তে 'অযোগ্য' কারা তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই...

কোহলি ভক্ত ছেলের মাঠে অনুপ্রবেশ, রাঁচি যাচ্ছেন বাবা

নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে রবিবার রাঁচির স্টেডিয়ামে বিরাট কোহলির(Virat Kohli) কাছে পৌঁছে গিয়েছিলেন ভক্ত শৌভিক মুর্মু। আবেগ কি...

উচ্চ মাধ্যমিকে ১২ পাতার মধ্যেই উত্তর বাধ্যতামূলক, নয়া নির্দেশ জারি সংসদের

উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ঘোষণা করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৬ সালের চতুর্থ সেমিস্টার থেকে শিক্ষার্থীরা...