হাইকোর্টের নির্দেশে বদল এসএসসি-র চেয়ারম্যান,দায়িত্বে সিদ্ধার্থ মজুমদার

কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি-র চেয়ারম্যান পদে মঙ্গলবারই দায়িত্ব নিচ্ছেন সিটি কলেজের অধ্যাপক সিদ্ধার্থ মজুমদার।সোমবার হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন বর্তমান চেয়ারম্যান শুভশঙ্কর সরকারের ওপর।তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তাঁকে অপসারণের সুপারিশ করেন রাজ্য সরকারের কাছে। বর্তমান চেয়ারম্যানকে কুড়ি হাজার টাকা জরিমানাও করে আদালত। এসএলএসটি-র নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার অনিয়মের মামলায় চেয়ারম্যানের ভুল চিহ্নিত করে কলকাতা হাইকোর্ট। আদালতের সুপারিশ সম্পর্কে রাজ্যের মুখ্যসচিবকে জানানোর জন্য হাইকোর্টের রেজিস্ট্রারকেও নির্দেশ দেন বিচারপতি।

আরও পড়ুন- সংক্রমণ বাড়ায় ফের ঘরে ফেরা শুরু পরিযায়ী  শ্রমিকদের

আদালতের নির্দেশে মেনে মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিষয়টি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন এবং এই বৈঠক থেকেই সিদ্ধান্ত হয় নতুন চেয়ারম্যান হিসেবে সিটি কলেজের অর্থনীতির অধ্যাপক সিদ্ধার্থ মজুমদারকে দা্য়িত্ব দেওয়া হবে। কারণ, তিনি দুবছর আগে কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলেছেন। সেই কারণেই তাঁর ওপর শিক্ষা দফতর আস্থা রেখেছে বলে মনে করছেন ওয়াকিবহলমহল।

Previous articleEXCLUSIVE: হঠাৎ গজিয়ে ওঠা প্যাথলজিক্যাল ল্যাবের খামখেয়ালি রিপোর্টে নাজেহাল রোগীরা
Next articleবেসুরো ময়নাগুড়ির বিজেপি বিধায়ক, সমস্ত রাজনৈতিক কর্মসূচি থেকে দূরে থাকার সিদ্ধান্ত