দেশের ৭৩তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে বিশেষ ডুডলের মাধ্যমে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালো গুগুল। এই বিশেষ দিনে বিশেষ ডুডলে তুলে ধরা হয়েছে দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে। কুচকাওয়াজের নানা বিষয়কে তুলে ধরা হয়েছে। ডুডলে প্যারেডে পশুদের বৈশিষ্ট্য রয়েছে, সেগুলি হল-একটি হাতি, একটি ঘোড়া, একটি কুকুর, একটি উট, একটি লাল তবলা, কুচকাওয়াজের পথ; আইকনিক উট-মাউন্টেড ব্যান্ডের অংশ হিসাবে একটি স্যাক্সোফোন, ঘুঘু পাখি এবং জাতীয় পতাকার তিনটি রঙ।
৭৩তম সাধারণতন্ত্র দিবসে গুগল ই সার্চ ইঞ্জিনের ডুডলে প্যারেডের এই চিত্র দেখে, স্বাভাবিকভাবেই গর্বিত আপামর ভারতবাসী।৭২ তম সাধারণতন্ত্র দিবসেও গুগল ডুডলে ফুটে উঠেছিল অতুলপ্রসাদ সেনের লেখা কবিতার লাইন।
১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল এবং ১৯৫০ সালের ২৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছিল। ২৬ জানুয়ারি কংগ্রেস ব্রিটিশের কাছে পূর্ণ স্বরাজের দাবি জানিয়েছিল।

আরও পড়ুন- Viral: সেলফি তুলে ৫ দিনেই কোটিপতি বাইশ বছরের ইন্দোনেশিয়ান তরুণ
এই বছরই প্রজাতন্ত্র দিবস স্বাধীনতার ৭৫তম বছরে পড়েছে। তাই সারা দেশে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ হিসাবে পালিত হচ্ছে।
