U-19 World Cup: বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে উঠে লক্ষণকে কৃতজ্ঞতা জানালেন যশ

সেমিফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া।

বাংলাদেশকে( Bangladesh) হারিয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ( U-19 World Cup) সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল ( India Team)। বাংলাদেশকে ৫ উইকেটে হারাল যশ ধুল্লের ছেলেরা। সেমিফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া।

ম‍্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক যশ ধুল্ল। প্রথমে ব‍্যাট করতে নেমে ১১০ রান করে বাংলাদেশ। ভারতের হয়ে তিনটি উইকেট নেন রবি কুমার। দুটি উইকেট নেন ভিকি ওটসল। একটি করে উইকেট নেন রাজবর্ধন, কুশল তাম্বে এবং অঙ্গকৃষ্ণ। জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় ভারত। ভারতের হয়ে ৪৪ রান করেন অঙ্গকৃষ্ণ। ২৬ রান করেন শেখ রশিদ। বাংলাদেশের হয়ে চার উইকেট রিপন মণ্ডলের। একটি উইকেট তানজিম হাসান সাকিব।

এদিকে এই জয়ের পর ভারত অধিনায়ক  কৃতজ্ঞতা জানালেন জাতীয় অ‍্যাকাডেমির কোচ ভিভিএস লক্ষণকে। যশ বলেন,” লক্ষ্মণ স্যর তাঁর অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেন। যেটা মাঠে আমাদের খুব কাজে লাগে।”

এদিকে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দিয়ে যশ বলেন, “দলের সংমিশ্রণটা দারুণ হয়েছে। আমরা এক সঙ্গে খুব ভাল খেলছি। একজন কেউ একটু ঝিমিয়ে পড়লে আমরা এক সঙ্গে সবাই ঝাঁপিয়ে পড়ে তাকে তুলে ধরি।”

আরও পড়ুন:Sc EastBengal: ছেলেদের লড়াকু মানসিকতায় খুশি লাল-হলুদ কোচ

Previous articleইছাপুরে তৃণমূল নেতা খুনে গ্রেফতার অর্জুন ঘনিষ্ঠ, BJP সাংসদকে ‘খুনি’ বলে তোপ জ্যোতিপ্রিয়র
Next articleরাহুলের নেতৃত্বে ছত্তিশগড়ে ফের জ্বলবে অমর জওয়ান জ্যোতির অগ্নিশিখা