জম্মু-কাশ্মীরে জবাব দিল নিরাপত্তা বাহিনী, নিকেশ ৫ জঙ্গি

ফের সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir)। এরমধ্যে বড় সাফল্য মিলল নিরাপত্তা বাহিনীর। গত ১২ ঘণ্টায় জম্মু-কাশ্মীরে পুলিশের (Jammu and Kashmir Police) সঙ্গে দু’টি পৃথক সংঘর্ষে জইশ-ই-মহম্মদের কমান্ডার-সহ খতম পাঁচ জঙ্গি।

আরও পড়ুন: ভোট চলাকালীন বুথ ফেরত সমীক্ষায় জারি নিষেধাজ্ঞা, নিয়ম ভাঙলে জেল- জরিমানা

জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, ‘গত ১২ ঘণ্টায় দুটি পৃথক এনকাউন্টার অভিযানে পাকিস্তানের মদতপ্রাপ্ত লস্কর-ই-তৈবা ও জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের ৫ জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এরমধ্যে জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর কম্যান্ডার জাহিদ ওয়ানি ও অপর এক পাকিস্তানি জঙ্গিও রয়েছে। এটি আমাদের কাছে বড় সাফল্য।’

বাদগাম জেলায় (Budgam District) নিরাপত্তা বাহিনীর গুলিতে যে জঙ্গি মারা গিয়েছে তার কাছ থেকে একটি একে রাইফেল উদ্ধার হয়েছে।

 

Previous articleভোট চলাকালীন বুথ ফেরত সমীক্ষায় জারি নিষেধাজ্ঞা, নিয়ম ভাঙলে জেল- জরিমানা
Next articleWeather Forecast: বেলা শেষে শীতের দাপটে জবুথবু বঙ্গবাসী