তাজপুরে নতুন শিল্পের সম্ভাবনা রয়েছে, বাড়বে কর্মসংস্থান: মুখ্যমন্ত্রী

তাজপুরে (Tajpur) নতুন শিল্পের সম্ভাবনা রয়েছে। বাড়বে কর্মসংস্থান। বৃহস্পতিবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) প্রশাসনিক বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তাজপুর সমুদ্র বন্দর এলাকায় আলাদা থানা করার জন্য ডিজি এবং জেলাশাসককে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলায় তৈরি হবে সাইকেল কারখানা। জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: কোভিড পর্বে দেশে কারও আর্থিক দুরবস্থা ছিল না: উত্তরপ্রদেশে সীমাহীন মিথ্যাচার শাহের

দিঘায় জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) কাজ শেষ হলেই পুজো দিতে যেতে চান  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিনই একথা জানান তিনি। নির্মীয়মান জগন্নাথ মন্দিরের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন তিনি। বলেন, মন্দিরের কাজ তাড়াতাড়ি শেষ হোক। আমি মন্দির খুললেই প্রথম পুজো দিতে যাব।

 

Previous articleViral Owl: প্যাঁচা কয় প্যাঁচানি! এক সপ্তাহের চেষ্টায় ফ্রেমবন্দি যুগল
Next article আরটিআই করলেই জানা যাবে রাজভবনে কী ফাইল রয়েছে, রাজ্যপালকে তোপ স্পিকারের