Mamata: সীমান্তে ট্রাক টার্মিনাসের টাকা নয়ছয় নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, এবার দায়িত্ব নিচ্ছে পরিবহণ দফতর

এবার থেকে সীমান্তর সীমান্তে ট্রাক টার্মিনাসের দায়িত্ব পরিবহন দফতরের হাতে।

সীমান্তে ট্রাক টার্মিনাসের (Track Terminus) টাকা নয়ছয় নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benrajee)। বৃহস্পতিবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠকে এই বিষয় নিয়ে সরব হন তিনি। জানান, এবার থেকে সীমান্তে ট্রাক টার্মিনাসের দায়িত্ব নেবে রাজ্য পরিবহন দফতর।

প্রাইভেটের নাম করে টাকা নয়ছয় হচ্ছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকে তিনি অভিযোগ করেন, “ট্রাক টার্মিনাসে কেউ কেউ টাকা তুলছেন, এতে ব্যক্তির পকেট ভরলেও সরকারের কোষাগারের কোনও সুবিধা হচ্ছে না”। তিনি বলেন, ‘‘এ সব আর চলবে না।’’ এবার থেকে সীমান্ত সংলগ্ন সমস্ত ট্রাক টার্মিনাসের দায়িত্ব নেবে পরিবহণ দফতর। ৭ ফেব্রুয়ারির মধ্যে দায়িত্ব নিতে মন্ত্রী ফিরহাদ হাকিমকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Previous articleUP Police Viral Video: বৃদ্ধ ব্যক্তিকে লাথি মেরে তাড়িয়ে দিল উত্তরপ্রদেশ পুলিশের এক কর্মী! মুহূর্তে ভাইরাল ভিডিও!
Next articleSourav Ganguly: বেঙ্গালুরুতে হতে চলেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে দিন-রাতের টেস্ট, জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়