Lata Mangeshkar:প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর

প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। বয়স হয়েছিল ৯২ বছর। গত কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সম্প্রতি তাঁর অবস্থার অবনতি হয়। কিন্তু শনিবার আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ভেন্টিলেশনেও রাখা হয় তাঁকে। রবিবার সকালেই তাঁর মৃত্যু হয়। দেশজুড়ে শোকের ছায়া।

আরও পড়ুন:Prime Minister: ‘আদরের লতাদিদি চলে গেলেন’, কোকিলকণ্ঠীর প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

কোভিডে আক্রান্ত হওয়ায় গত ১১ জানুয়ারি তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন কিংবদন্তী সংগীত শিল্পী।প্রথম থেকেই তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছিল। ৩০ জানুয়ারি শিল্পীর কোভিড নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু বয়সজনিত নানা সমস্যার কারণে শেষ পর্যন্ত আর লড়তে পারলেন না তিনি।

 

Previous articleSourav Ganguly: যশ ধুল, রাজ বাওয়াদের ৪০ লক্ষ টাকার আর্থিক পুরস্কার , ঘোষণা বিসিসিআই সভাপতির
Next articleস্মৃতিচারণে লতা : সারাদিন জল খেয়ে রেকর্ডিং করেছি!